Electrocuted Death: ফের দুঃসংবাদ! গড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বছর ৩৪-এর যুবকের!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Death due to electrocution: জলমগ্ন কলকাতায় ফের মৃত্যু। গড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৬টার সময় গড়িয়ার মহামায়াপুর স্কুল রোডের বাসিন্দা ইন্দ্রজিৎ বর্মন (৩৪), পিতা রবীন্দ্রনাথ বর্মন, মাছ ধরতে যান শক্তিবাদ মাঠ সংলগ্ন খালে।
গড়িয়াঃ জলমগ্ন কলকাতায় ফের মৃত্যু। গড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৬টার সময় গড়িয়ার মহামায়াপুর স্কুল রোডের বাসিন্দা ইন্দ্রজিৎ বর্মন (৩৪), পিতা রবীন্দ্রনাথ বর্মন, মাছ ধরতে যান শক্তিবাদ মাঠ সংলগ্ন খালে। মাছ ধরার পর তিনি শক্তিবাদ অ্যাপার্টমেন্টে এক বন্ধুর সঙ্গে দেখা করতে আসেন।
সকাল থেকেই ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। কিন্তু তাঁর আসার কিছুক্ষণের মধ্যেই বিদ্যুৎ চলে আসে। বন্ধুর ফ্ল্যাটের গেট স্পর্শ করতেই বিদ্যুৎস্পৃষ্ট হন ইন্দ্রজিৎ। ঘটনার খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায় এবং তাঁকে সুভাসগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
advertisement
advertisement
সোমবার সকাল থেকেই বৃষ্টির জেরে ট্রেন পরিষেবা ব্যাহত। লাইনে জল জমে থাকার কারণে চক্ররেলের আপ এবং ডাউন লাইনের পরিষেবাও সকালে আপাতত বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা। একই ভাবে দুর্ভোগের মধ্যে পড়েছেন হাওড়া ডিভিশনের যাত্রীরাও। কলকাতার মেট্রো পরিষেবাও বিঘ্নিত হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 24, 2025 12:01 AM IST