SRK's National Award Prize Money: জাতীয় পুরষ্কার শাহরুখের! কত প্রাইজ 'মানি' পেলেন বাদশা? শুনলে অবাক হবেন
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
SRK's National Award Prize Money: শাহরুখ খানের হাতে প্রথম জাতীয় পুরস্কার। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হল মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে। আর সেখানেই লেখা হল নতুন ইতিহাস। প্রথমবারের জন্য 'শ্রেষ্ঠ অভিনেতা'র জাতীয় পুরস্কার পেলেন বলিউডের 'বাদশা' শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়।
advertisement
শাহরুখ খানের হাতে প্রথম জাতীয় পুরস্কার। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হল মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে। আর সেখানেই লেখা হল নতুন ইতিহাস। প্রথমবারের জন্য ‘শ্রেষ্ঠ অভিনেতা’র জাতীয় পুরস্কার পেলেন বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান এবং রানি মুখোপাধ্যায়। একই পুরস্কার পেয়েছেন অভিনেতা বিক্রান্ত মাসেও।
advertisement
শাহরুখ কালো স্যুট-সাদা শার্টে, সল্ট-অ্যান্ড-পেপার লুকে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। আগামী ছবি ‘কিং’-এর লুকেই এদিন হাজির হয়েছিলেন শাহরুখ। মঙ্গলবার ৭১তম জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা অভিনেতা হিসেবে কিং খানের হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেরা অভিনেতা হিসেবে ‘টুয়েলভথ ফেল’-এর জন্য যৌথভাবে পুরস্কৃত হলেন বিক্রান্ত মাসেও।
advertisement
তবে, তিনি স্বাভাবিকভাবে প্রদত্ত ২ লক্ষ টাকার পরিবর্তে মাত্র ১ লক্ষ টাকা নগদ পুরস্কার পান। উভয় অভিনেতাই নগদ পুরস্কারের পাশাপাশি মেডেল এবং শংসাপত্র পাবেন।
কিন্তু কেন ১লাখ টাকা পাবেন?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নিয়ম অনুযায়ী, যদি কোনও পুরস্কার দুজন বিজয়ীর মধ্যে ভাগ করা হয়, তবে প্রত্যেকে আলাদা মেডেল ও শংসাপত্র পাবেন, কিন্তু নগদ অর্থের পুরস্কার সমানভাবে ভাগ হবে।
advertisement
এর মানে, খান ও ম্যাসি দু’জনেই নগদ পুরস্কার হিসেবে ১ লক্ষ টাকা করে পাবেন। এ বছর সেরা অভিনেতা বিভাগে একাধিক বিজয়ী আছেন, সেখানে তাই এই নিয়ম প্রযোজ্য হবে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 23, 2025 11:31 PM IST