Municipal Election 2022: ২৭ ফেব্রুয়ারি রাজ্যে বাকি পুরসভার ভোট, বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল কমিশন
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Municipal Election 2022: রাজ্যে মোট ১০৮টি পুরসভার নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে বাকি ১০৮টি পুরসভার নির্বাচন হবে।
#কলকাতা: রাজ্যে বাকি ১০৮টি পুরসভার (Municipal Election 2022) নির্বাচনের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্য জুড়ে বাকি ১০৮টি পুরসভার নির্বাচন হবে। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানিয়ে দেওয়া হয়ে কমিশনের পক্ষ থেকে। করোনার কারণে রাজ্য জুড়ে পুর নির্বাচন (Municipal Election 2022) নিয়ে সমস্যা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষিতেই ১২ ফেব্রুয়ারি রাজ্যের পাঁচ পুরনিগমের নির্বাচন রয়েছে। তার ফল প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি। তার কয়েকদিনের মধ্যে রাজ্য়ে ১০৮টি পুরসভার (Municipal Election 2022) ভোট হবে। তবে তালিকায় নেই বালি পুরসভার উল্লেখ।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে। এর পর ১০ ফেব্রুয়ারি সমস্ত মনোনয়ন খতিয়ে দেখা হবে। এর পর ১২ ফেব্রুয়ারি মনোনয়ন প্রত্যাহার করার শেষ দিন। এর পর ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে। ওই দিন সকাল সাতটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত নির্বাচন প্রক্রিয়া চলবে। কমিশনের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, তাতে বলা হয়েছে, আগামী ৮ মার্চের মধ্যে গোটা নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অর্থাৎ নির্বাচনের কাজ শেষ হবে মার্চের শুরুতেই।
advertisement
advertisement
উত্তর থেকে দক্ষিণ, পুরো রাজ্য জুড়েই ২৭ তারিখে নির্বাচন প্রক্রিয়া আয়োজিত হবে। কমিশন সূত্রে খবর, গোটা রাজ্যে রাজ্য পুলিশ দিয়েই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে। উত্তরের দার্জিলি পুরসভা থেকে শুরু করে মালদহের ইংলিশবাজার পুরসভায় নির্বাচন রয়েছে। এ ছাড়া সবচেয়ে বেশি পুরসভা রয়েছে উত্তর ২৪ পরগনা জেলায়। ২৭ ফেব্রুয়ারি এই ২৫টি পুরসভাতেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। উত্তর ২৪ পরগনার মধ্যে রয়েছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিতর্কিত কাঁচড়াপাড়া, হালিশহর, ভাটপাড়া পুরসভার নির্বাচন। রয়েছে দমদম ও দক্ষিণ দমদম পুরসভার নির্বাচন। রয়েছে বনগাঁ পুরসভাও।
advertisement
রাজ্যে কোভিড পরিস্থিতির কারণে কার্যত সমস্ত কিছুই থমকে গিয়েছিল। তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় নির্বাচন প্রক্রিয়ায় শেষ করে নিতে চাইছে কমিশন।
সোমরাজ বন্দ্য়োপাধ্য়ায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 03, 2022 11:00 AM IST