Dilip Ghosh: মমতার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য, দিলীপকে শো কজ করল নির্বাচন কমিশন! বিপাকে বিজেপি নেতা

Last Updated:

গতকালই দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই আপত্তিকর মন্তব্য করেন৷ এর পরেই নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস৷

কমিশনের কোপে দিলীপ
কমিশনের কোপে দিলীপ
কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্যের ঘটনায় দিলীপ ঘোষের বিরুদ্ধে পদক্ষেপ করল নির্বাচন কমিশন৷ বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থীকে শো কজ করল কমিশন৷ আগামী শুক্রবার বিকেল পাঁচটার মধ্যে দিলীপকে শো কজের জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যে মন্তব্য করেছেন তা আপত্তিজনক বলে দিলীপকে পাঠানো শো কজ নোটিসে উল্লেখও করেছে নির্বাচন কমিশন৷
এই ঘটনায় আগেই দিলীপকে শো কজ করেছিল বিজেপি৷ চাপে পড়ে দুঃখ প্রকাশ করেছিলেন দিলীপ৷ তার পরেও অবশ্য ভোল বদল করে কার্যত নিজের অবস্থাতেই অনড় থাকার বার্তা দিয়েছেন তিনি৷ তবে এবার কমিশন পদক্ষেপ করায় স্বভাবতই চাপে পড়লেন বিজেপি নেতা৷ কমিশনের শো কজের জবাবে দিলীপ কী যুক্তি দেন, সেটাই এখন দেখার৷
গতকালই দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই আপত্তিকর মন্তব্য করেন৷ এর পরেই নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের অভিযোগ পেয়েই দিলীপের মন্তব্য নিয়ে জেলাশাসকের রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন৷
advertisement
advertisement
দিলীপের এই মন্তব্য ভাল ভাবে নেয়নি তাঁর দল বিজেপি-ও৷ দলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে দিলীপকে শো কজ করে চিঠি পাঠিয়ে জানানো হয়, আপনি এ দিন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছেন তা অশোভনীয় এবং অসংসদীয়৷ এই ধরনের মন্তব্য বিজেপির পরম্পরার বিরোধী এবং দল কোনওভাবেই অনুমোদন করে না৷
advertisement
দলের কড়া বার্তার পর প্রথমে মৌখিক দুঃখপ্রকাশ করলেও কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে দিলীপ ঘোষ লেখেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূলের এখন মহিলা ভিকটিম কার্ড ছাড়া বাঁচার কোনও উপায় নেই৷ সাধারণ মানুষ আজ তাদের বিরুদ্ধে। নেতারা জেলে ঢুকে যাচ্ছে৷ আমি শুধু সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলেছি৷ তাঁরা ভয়ে বলতে পারেন না, তাঁদের হয়ে আমি বলেছি৷’
বাংলা খবর/ খবর/কলকাতা/
Dilip Ghosh: মমতার উদ্দেশ্যে কুরুচিকর মন্তব্য, দিলীপকে শো কজ করল নির্বাচন কমিশন! বিপাকে বিজেপি নেতা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement