SIR Enumeration Form: এনুমারেশন ফর্মে কী কী তথ্য লিখতে হবে ভোটারকে, ফর্ম জমা দেওয়ার কোনও নথি লাগবে কি? নিয়ম জানাল কমিশন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
ভোটারের দেখা না পেলে বাড়িতে লেটার বক্সে বা দরজার ফাঁকে এনুমারেশন ফর্ম ঢুকিয়ে দিয়ে আসতে হবে, বিএলও-দের এমনই নির্দেশ দিয়েছে কমিশন৷
এসআইআর শুরু হওযার পর বাড়ি বাড়ি এসে ভোটারদের এনুমারেশন ফর্ম দেবেন বিএলও বা বুথ লেভেল অফিসাররা৷ সেই এনুমারেশন ফর্ম পূরণ করে বিএলও-দের কাছেই জমা দিতে হবে ভোটারদের৷ কিন্তু সেই এনুমারেশন ফর্মে কী কী তথ্য দিতে হবে ভোটারদের?
প্রতিটি ভোটারের কাছে ছবি, পার্ট নম্বর, বুথ নম্বর সহ ছাপানো দুটি এনুমারেশন ফর্ম যাবে৷ সেই ফর্মে কী কী তথ্য দিতে হবে ভোটারকে?
১. জন্মের তারিখ
২.আধার (ঐচ্ছিক)
advertisement
৩. মোবাইল নম্বর
৪. পিতা অথবা অভিভাবকের নাম
৫. পিতা অথবা অভিভাবকের এপিক নম্বর (যদি থাকে)
৬. মায়ের নাম
৭. মায়ের এপিক নম্বর (যদি থাকে)
advertisement
৮. স্বামী অথবা স্ত্রীর থাকলে তাঁদের নাম
৯. স্বামী অথবা স্ত্রীর এপিক নম্বর (যাঁদের ক্ষেত্রে প্রযোজ্য)
১০. এক কপি সাম্প্রতিক ছবি

এ ছাড়াও সর্বশেষ এসআইআর-এর সময় ভোটার তালিকায় ভোটারের নাম না থেকে থাকলেও তাঁর বাবা অথবা মায়ের নাম থাকলে তাঁদের এপিক কার্ড নম্বর, কোন বিধানসভার ভোটার ছিলেন, সেই তথ্যগুলি দিতে হবে৷ বাবা-মায়ের নাম যদি আগের বার এসআইআর-এর সময় ভোটার তালিকায় (এ রাজ্যের ক্ষেত্রে ২০০২ সালের ভোটার তালিকা) না থাকে তাহলে যে আত্মীয়ের নাম ছিল, তাঁর বিবরণ একই ভাবে দিতে হবে৷
advertisement
ভোটারের দেখা না পেলে বাড়িতে লেটার বক্সে বা দরজার ফাঁকে এনুমারেশন ফর্ম ঢুকিয়ে দিয়ে আসতে হবে, বিএলও-দের এমনই নির্দেশ দিয়েছে কমিশন৷
ফর্ম জমা দেওয়ার সময় কোনও নথি দিতে হবে না।
ফর্মে ২০০২-এর ভোটার তালিকায় তাঁর বা বাবা,ঠাকুরদা, ঠাকুমার নাম থাকলে সেই লিঙ্ক উল্লেখ করতে হবে। এই লিঙ্ক বিএলও তাঁর নির্বাচন কমিশনের দেওয়ার মোবাইল অ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন। ভোটারের এপিক নম্বর দিয়ে যা পাওয়া যাবে। বিহারের এসআইআ-এ এই সুযোগ ছিল না।
advertisement
প্রতিটি এনিউমারেশন ফর্মে লেখা রয়েছে আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে নিয়েছি। তার নীচে ফর্ম জমা নেওয়ার পর বিএলওকে এই স্বাক্ষর করতে হবে। মোট দুটি ফর্ম দেওয়া হবে ভোটারদের। যার মধ্যে একটি ফর্ম বিএলও তার কাছে জমা নিয়ে নেবেন। আরেকটি ফর্ম তিনি যে জমা দিচ্ছেন সেটা রিসিভ করে ভোটার তার কাছে রেখে দেবেন। যে ফর্মটি ভোটার তার কাছে রেখে দেবেন সেটিতেও বুথ লেভেল অফিসারের সই থাকবে।
advertisement
বিএলও এনিউমারেশন ফর্ম জমা নেওয়ার জন্য একাধিকবার আবেদনকারীর বাড়িতে যাবেন। আবেদনকারী মনে করলে সরাসরি ইআরও অফিসে গিয়ে ফর্ম জমা দিতে পারেন। জমা দেওয়ার সময় আবেদনকারী রিসিপ্ট কপি হিসেবে দ্বিতীয় ফর্মটি বিএলওকে দিয়ে স্বাক্ষর করিয়ে নেবেন।
এরাজ্যের ভোটারদের কথা ভেবে বাংলায় এনুমারেশন ফর্ম ছাপানো হয়েছে৷ এ ছাড়াও অন্যান্য ভাষাতেও ফর্ম থাকবে বিএলও-দের কাছে৷ ফর্মে বিএলও-র মোবাইল নম্বরও থাকবে৷
advertisement
কোনও ভোটার বাইরে থাকলে ৪ নভেম্বরের পর থেকে ৪ ডিসেম্বরের মধ্যে সরাসরি পশ্চিমবঙ্গ সিইও ওয়েরসাইটে গিয়ে তাঁর এনিউমারেশন ফর্ম পূরণ করতে পারেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 29, 2025 10:03 PM IST

