এসআইআর শুনানিতে ডাক প্রাক্তন বিদেশসচিবের, নোটিশ গেল বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতেও
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
উত্তর হাওড়ার ৬৮ নম্বর পার্টের বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। চন্দ্রযান অভিযানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। এরপরেও তাঁকে ভারতীয় হিসাবে প্রমাণ দিতে হচ্ছে কেন?
কলকাতা: প্রাক্তন বিদেশ সচিব কৃষ্ণণ শ্রীনিবাসনকে ডেকে পাঠানোর ঘটনায় এবার খোঁজখবর নেওয়া শুরু করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তিনি দক্ষিণ কলকাতার বাসিন্দা। তাঁকে এবং তাঁর স্ত্রীকে ১৯ জানুয়ারি ডাকা হয়। কী কারণে ডেকে পাঠানো হয়েছে প্রাক্তন বিদেশ সচিব কে? বলা হয়েছে আনম্যাপিংয়ের জন্য ডাকা হয় তাঁকে। ইতিমধ্যেই মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতরের তরফে যোগাযোগ করা হয়েছে দক্ষিণ কলকাতার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারের সঙ্গে। গোটা বিষয়টি জানতে চান মুখ্য নির্বাচনী আধিকারিক। কমিশনের অবশ্য দাবি যে কোনও ব্যক্তি, যার লিংক থাকবে না, তাকেই শুনানির জন্য আসতে হবে। তিনি বিদেশ সচিব হলেও তাঁকে আসতেই হবে। ” বিষয়টি নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে চর্চা শুরু হয়েছে। ১৯৯৪-৯৫ পর্যন্ত বিদেশসচিব হিসাবে কাজ করেছেন তিনি।
শুনানিতে ডাকা হয়েছে ভারতীয় বিজ্ঞানী অভিজিৎ বন্দ্যোপাধ্য়ায়কেও। উত্তর হাওড়ার ৬৮ নম্বর পার্টের বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। চন্দ্রযান অভিযানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। এরপরেও তাঁকে ভারতীয় হিসাবে প্রমাণ দিতে হচ্ছে কেন? প্রশ্ন তুলছেন অনেকেই। আজ হাওড়া প্রাণী বিকাশভবনে বাবা-মা কে নিয়ে শুনানিতে হাজির বিজ্ঞানী অভিজিৎবাবু।
সম্প্রতি শুনানির নোটিস দিতে অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়িতে পৌঁছয় কমিশনের প্রতিনিধিরা৷ যদিও এই মুহূর্তে অমর্ত্য সেন বিদেশে রয়েছেন৷ অমর্ত্য সেনের হয়ে তাঁর বাড়ির দেখভালের দায়িত্বে থাকা গীতিকণ্ঠ মজুমদার এবং অমর্ত্য সেনের মামাতো ভাই শান্তভানু সেন নোটিস গ্রহণ করেন৷ নির্বাচন কমিশনের নোটিসে জানানো হয়েছে, অমর্ত্য সেনের সঙ্গে তাঁর মায়ের বয়সের পার্থক্য ১৫ বছরের কম৷ যা প্রত্যাশিত নয়৷ সেই কারণেই আগামী ১৬ জানুয়ারি তাঁকে শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে৷ অমর্ত্য সেন যেহেতু বিদেশে রয়েছেন, তিনি ভার্চুয়ালি এই শুনানিতে হাজিরা দিতে পারবেন৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 15, 2026 8:24 PM IST










