আবাসন, হাউসিং গুলিতে বুথ তৈরি নিয়ে ফের সওয়াল কমিশনের! আজকের মধ্যেই রিপোর্ট পেশের নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের

Last Updated:

বেসরকারি আবাসন হাউসিং গুলিতে বুথ তৈরি নিয়ে ফের সওয়াল কমিশনের। আজ, শনিবারের মধ্যেই কোন কোন সোসাইটি তাদের হাউসিংয়ে ভোটের জন্য বুথ করতে চান তার রিপোর্ট পাঠানোর নির্দেশ।

আবাসন, হাউসিং গুলিতে বুথ তৈরি নিয়ে ফের সওয়াল কমিশনের! আজকের মধ্যেই রিপোর্ট পেশের নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের
আবাসন, হাউসিং গুলিতে বুথ তৈরি নিয়ে ফের সওয়াল কমিশনের! আজকের মধ্যেই রিপোর্ট পেশের নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের
কলকাতা: বেসরকারি আবাসন হাউসিং গুলিতে বুথ তৈরি নিয়ে ফের সওয়াল কমিশনের। আজ, শনিবারের মধ্যেই কোন কোন সোসাইটি তাদের হাউসিংয়ে ভোটের জন্য বুথ করতে চান তার রিপোর্ট পাঠানোর নির্দেশ। জেলাশাসক, ইলেকট্ররাল রেজিস্ট্রেশন অফিসারদের নিয়ে বৈঠকে নির্দেশ সিইও দফতরের বলেই কমিশন সূত্রে খবর। অভিযোগ ও নিষ্পত্তির জন্য শুনানির জায়গা কোথায় কোথায় হবে তার তালিকাও আজকের মধ্যেই দিতে হবে। বৈঠকে নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের।
বিভিন্ন জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সঙ্গে শনিবার বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক৷ এদিনের বৈঠকে বিএলও কাজ যাচাইয়ের নির্দেশ দেন তিনি৷ বিশেষ করে মৃত ভোটারদের তালিকা আরও একবার যাচাই করতে হবে৷ জেলাশাসক, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের নিয়ে বৈঠকে নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকের।
advertisement
advertisement
পাশাপাশি ২০০২ এর ভোটার তালিকার অসঙ্গতি নিয়েও অসন্তোষ প্রকাশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের৷ উত্তর ২৪ পরগনা কয়েকটি জায়গায় ২০০২ এর ভোটার তালিকা সঙ্গে বর্তমান ভোটার তালিকার অসঙ্গতি ধরা পড়ছে। এদিনের বৈঠকে এ বিষয়ে বিরক্তি প্রকাশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের৷ তা যাচাইয়ের জন্য কমিশনের আধিকারিকরা যাবেন বলেও বৈঠকে জানানো হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আবাসন, হাউসিং গুলিতে বুথ তৈরি নিয়ে ফের সওয়াল কমিশনের! আজকের মধ্যেই রিপোর্ট পেশের নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের
Next Article
advertisement
Purba Bardhaman News: লক্ষ লক্ষ টাকার ধান পুড়ে ছাই! দুর্ঘটনা না প্রতিশোধ, মেমারিতে ছড়াল আতঙ্ক
লক্ষ লক্ষ টাকার ধান পুড়ে ছাই! দুর্ঘটনা না প্রতিশোধ, মেমারিতে ছড়াল আতঙ্ক
  • মেমারির মহেশডাঙায় ধানের পালুইয়ে আগুন। দমকলের তৎপরতায় বড় বিপদ এড়ালো এলাকা।মেমারি থানার অধীনে মহেশডাঙা ক্যাম্প বাজার সংলগ্ন এলাকায় শনিবার সকালে বড়সড় আগুন লাগার ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়াল।

VIEW MORE
advertisement
advertisement