আবাসন, হাউসিং গুলিতে বুথ তৈরি নিয়ে ফের সওয়াল কমিশনের! আজকের মধ্যেই রিপোর্ট পেশের নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের
- Published by:Ankita Tripathi
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
বেসরকারি আবাসন হাউসিং গুলিতে বুথ তৈরি নিয়ে ফের সওয়াল কমিশনের। আজ, শনিবারের মধ্যেই কোন কোন সোসাইটি তাদের হাউসিংয়ে ভোটের জন্য বুথ করতে চান তার রিপোর্ট পাঠানোর নির্দেশ।
কলকাতা: বেসরকারি আবাসন হাউসিং গুলিতে বুথ তৈরি নিয়ে ফের সওয়াল কমিশনের। আজ, শনিবারের মধ্যেই কোন কোন সোসাইটি তাদের হাউসিংয়ে ভোটের জন্য বুথ করতে চান তার রিপোর্ট পাঠানোর নির্দেশ। জেলাশাসক, ইলেকট্ররাল রেজিস্ট্রেশন অফিসারদের নিয়ে বৈঠকে নির্দেশ সিইও দফতরের বলেই কমিশন সূত্রে খবর। অভিযোগ ও নিষ্পত্তির জন্য শুনানির জায়গা কোথায় কোথায় হবে তার তালিকাও আজকের মধ্যেই দিতে হবে। বৈঠকে নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের।
বিভিন্ন জেলার জেলাশাসক তথা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার এবং ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের সঙ্গে শনিবার বৈঠক করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক৷ এদিনের বৈঠকে বিএলও কাজ যাচাইয়ের নির্দেশ দেন তিনি৷ বিশেষ করে মৃত ভোটারদের তালিকা আরও একবার যাচাই করতে হবে৷ জেলাশাসক, ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসারদের নিয়ে বৈঠকে নির্দেশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারীকের।
advertisement
advertisement
পাশাপাশি ২০০২ এর ভোটার তালিকার অসঙ্গতি নিয়েও অসন্তোষ প্রকাশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের৷ উত্তর ২৪ পরগনা কয়েকটি জায়গায় ২০০২ এর ভোটার তালিকা সঙ্গে বর্তমান ভোটার তালিকার অসঙ্গতি ধরা পড়ছে। এদিনের বৈঠকে এ বিষয়ে বিরক্তি প্রকাশ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের৷ তা যাচাইয়ের জন্য কমিশনের আধিকারিকরা যাবেন বলেও বৈঠকে জানানো হয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2025 7:37 PM IST

