Lok Sabha Election 2024: বীরভূমে বিশেষ নজর দিতে নির্দেশ কমিশনের, কেন্দ্রীয় বাহিনী ব্যবহারেও নির্দেশিকা

Last Updated:

Lok Sabha Election 2024: "বীরভূম খুব স্পর্শকাতর, বোমাবাজি-এর অভিযোগ আছে। বিশেষ ভাবে নজর দিতে হবে।" বৈঠকে বলেন জাতীয় নির্বাচন কমিশন বলেই সূত্রের খবর।

কলকাতা: চতুর্থ দফার নির্বাচনে বীরভূমে “বোমাবাজি” নিয়ে উদ্বিগ্ন কমিশন। আজ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের চতুর্থ দফার ভোট প্রস্তুতি নিয়ে আলোচনায় বসে নির্বাচন কমিশন। বৈঠকে চতুর্থ দফার ভোট হওয়া ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদেরদের পাশাপাশি সিইও দফতর-এর আধিকারিকরা উপস্থিত ছিলেন।
সেই বৈঠকেই বীরভূমের বোমাবাজি নিয়ে বিশেষ আলোচনা হয়। “বীরভূম খুব স্পর্শকাতর, বোমাবাজি-এর অভিযোগ আছে। বিশেষ ভাবে নজর দিতে হবে।” বৈঠকে বলেন জাতীয় নির্বাচন কমিশন বলেই সূত্রের খবর।
advertisement
বীরভূমের পাশাপাশি বহরমপুর নিয়েও বিশেষ ভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। বলা হয় ‘বহরমপুর খুব স্পর্শকাতর। বিশেষ ভাবে নজর দিতে হবে’, কমিশন সূত্রে বৈঠকে এই খবর মিলেছের। এ ছাড়া থাকা কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, বৈঠকে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। চতুর্থ দফার ভোট প্রস্তুতি নিয়ে এ দিন প্রায় দু’ঘন্টার বৈঠক করে কমিশন, সূত্রের খবর তেমনই।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Lok Sabha Election 2024: বীরভূমে বিশেষ নজর দিতে নির্দেশ কমিশনের, কেন্দ্রীয় বাহিনী ব্যবহারেও নির্দেশিকা
Next Article
advertisement
Cyclone Montha Update: শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়? এর প্রভাব বাংলায় কী পড়তে পারে, জেনে নিন
  • শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’-র ল্যান্ডফল কোথায়?

  • এই ঘূর্ণিঝড়ের প্রভাব পশ্চিমবঙ্গে কেমন পড়তে পারে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement