Lok Sabha Election 2024: বীরভূমে বিশেষ নজর দিতে নির্দেশ কমিশনের, কেন্দ্রীয় বাহিনী ব্যবহারেও নির্দেশিকা
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Uddalak B
Last Updated:
Lok Sabha Election 2024: "বীরভূম খুব স্পর্শকাতর, বোমাবাজি-এর অভিযোগ আছে। বিশেষ ভাবে নজর দিতে হবে।" বৈঠকে বলেন জাতীয় নির্বাচন কমিশন বলেই সূত্রের খবর।
কলকাতা: চতুর্থ দফার নির্বাচনে বীরভূমে “বোমাবাজি” নিয়ে উদ্বিগ্ন কমিশন। আজ জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে রাজ্যের চতুর্থ দফার ভোট প্রস্তুতি নিয়ে আলোচনায় বসে নির্বাচন কমিশন। বৈঠকে চতুর্থ দফার ভোট হওয়া ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদেরদের পাশাপাশি সিইও দফতর-এর আধিকারিকরা উপস্থিত ছিলেন।
সেই বৈঠকেই বীরভূমের বোমাবাজি নিয়ে বিশেষ আলোচনা হয়। “বীরভূম খুব স্পর্শকাতর, বোমাবাজি-এর অভিযোগ আছে। বিশেষ ভাবে নজর দিতে হবে।” বৈঠকে বলেন জাতীয় নির্বাচন কমিশন বলেই সূত্রের খবর।
advertisement
বীরভূমের পাশাপাশি বহরমপুর নিয়েও বিশেষ ভাবে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। বলা হয় ‘বহরমপুর খুব স্পর্শকাতর। বিশেষ ভাবে নজর দিতে হবে’, কমিশন সূত্রে বৈঠকে এই খবর মিলেছের। এ ছাড়া থাকা কেন্দ্রীয় বাহিনীকে সঠিকভাবে ব্যবহার করতে হবে, বৈঠকে নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। চতুর্থ দফার ভোট প্রস্তুতি নিয়ে এ দিন প্রায় দু’ঘন্টার বৈঠক করে কমিশন, সূত্রের খবর তেমনই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 04, 2024 6:47 PM IST








