#EgiyeBangla: ভাসানের জেরে গঙ্গা দূষণ রুখতে তৎপর প্রশাসন
Last Updated:
দুর্গাপুজোর বিসর্জনে পুরসভার উদ্যোগ ছিল চোখে পড়ার মত। এবার লক্ষ্মীপুজো, কালিপুজোর বিসর্জনেও দূষণ রুখতে ব্যবস্থা থাকছে।
#কালনা: ভাসানের জেরে গঙ্গা দূষণ রুখতে তৎপর প্রশাসন। দুর্গাপুজোর বিসর্জনে পুরসভার উদ্যোগ ছিল চোখে পড়ার মত। এবার লক্ষ্মীপুজো, কালিপুজোর বিসর্জনেও দূষণ রুখতে ব্যবস্থা থাকছে।
কালনার মহিষমর্দিনী তলা ঘাট ও মিলিটারি ঘাট। এই দুই গঙ্গা ঘাটেই সবথেকে বেশি নজর ছিল। বিসর্জনের দিন ব্যবস্থাও ছিল আঁটসাট। আর তাতেই নজর কাড়ল কালনা পুরসভার উদ্যোগ।
দূষণ রুখতে উদ্যোগ:
-ফুল, বেলপাতা, প্লাস্টিক ফেলার নির্দিষ্ট জায়গা
advertisement
-বিসর্জনের সঙ্গে সঙ্গেই জল থেকে কাঠামো সরানো
-কাঠামো সরানোর জন্য অতিরিক্ত পুরকর্মী
বিসর্জনের দিন কলকাতার ঘাটগুলোতেও ছিল পুরসভার নজরদারি। প্রতিমা জলে ফেলার সঙ্গে সঙ্গেই তুলে ফেলা হয়েছে।
advertisement
এবার পুজোয় কালনার মহিষমর্দিনী তলা ও মিলিটারি ঘাটে সাড়ে তিনশোরও বেশি প্রতিমা বিসর্জন হয়েছে। তার পরেও গঙ্গার নির্মল ছবিটা বদলায়নি। আর তার জন্য মিশন নির্মল বাংলাকেই ধন্যবাদ দিচ্ছেন পরিবেশপ্রেমীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2019 9:50 AM IST