বাড়ছে বাংলা মাধ্যমের কদর? CBSE, ICSE বোর্ডের পড়ুয়াদের এই নতুন প্রবণতা চমকে দিচ্ছে!

Last Updated:

Bengali Education: দশম শ্রেণী পাশ করার পর অন্যান্য বোর্ডের পড়ুয়ারা এবার আগ্রহ দেখাচ্ছে রাজ্যের বোর্ডে। কারণ জানলে চমকাবেন।

বাড়ছে বাংলা মাধ্যমের কদর? CBSE, ICSE বোর্ডের পড়ুয়াদের এই নতুন প্রবণতা চমকে দিচ্ছে!
বাড়ছে বাংলা মাধ্যমের কদর? CBSE, ICSE বোর্ডের পড়ুয়াদের এই নতুন প্রবণতা চমকে দিচ্ছে!
কলকাতা: সিবিএসই, আইসিএসই বোর্ডের পড়ুয়ারা এবার রাজ্যের বোর্ডে। দশম শ্রেণী পাশ করার পর অন্যান্য বোর্ডের পড়ুয়ারা এবার আগ্রহ দেখাচ্ছে রাজ্যের বোর্ডে। পশ্চিমবঙ্গ সরকারের অধীনে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত পড়ার জন্য। তেমনটাই পরিসংখ্যান উঠে এল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।
একাদশ শ্রেণীতে উচ্চ মাধ্যমিকে রাজ্য সরকারের শিক্ষা সংসদের অধীনেই CBSE, ICSE বোর্ডের কয়েক হাজার পড়ুয়া রেজিস্ট্রেশন করল সম্প্রতি। যে পরিসংখ্যান অবাক করেছে।
advertisement
কলকাতা থেকেই সব থেকে বেশি পড়ুয়া অন্যান্য বোর্ড ছেড়ে উচ্চ মাধ্যমিক বোর্ডের অধীনে রেজিস্ট্রেশন করল এ বছর। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে চালু হয়েছে সেমেস্টার পদ্ধতি। তার ফলস্বরূপ অন্যান্য বোর্ডের পড়ুয়ারাও এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে পড়ার আগ্রহ দেখাচ্ছে, তেমনটাই দাবি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের।
advertisement
চলতি বছরের মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে ৭ লক্ষ ৫০ হাজারের বেশি পরীক্ষার্থী। অথচ একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন হয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে ৭ লক্ষ ৬৯ হাজারেরও বেশি পরীক্ষার্থীর। মাধ্যমিকে তুলনায় উচ্চ মাধ্যমিক স্তরে রেজিস্ট্রেশন কী করে বেশি হল তার পর্যালোচনা করতে গিয়েই এই পরিসংখ্যান উঠে আসে। এমনই দাবি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের।
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাড়ছে বাংলা মাধ্যমের কদর? CBSE, ICSE বোর্ডের পড়ুয়াদের এই নতুন প্রবণতা চমকে দিচ্ছে!
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement