এবারের মাধ্যমিকে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা, শুভেচ্ছা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের
Last Updated:
এবারের মাধ্যমিকে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা, শুভেচ্ছা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের
#কলকাতা: মাধ্যমিক পরীক্ষায় প্রতিবারের মতো এবারও দাপট জেলার ৷ উল্লেখযোগ্যভাবে, চলতি বছর মেধাতালিকায় ছেলেদের থেকে দাপট মেয়েদের ৷ ২০১৮ এর মাধ্যমিকের কৃতীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও ৷
এবারের মাধ্যমিকে উল্লেখযোগ্য ফল মেয়েদের ৷ ছেলেদের টেক্কা দিয়ে মেধাতালিকার শীর্ষ স্থান দখল করেছে কোচবিহার সুনিতি একাডেমির ছাত্রী সঞ্জীবনী দেবনাথ । তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৯ । প্রথম দশের মেধাতালিকাতেও ৫৬ জনের মধ্যে রয়েছেন ২১ জন ছাত্রী রয়েছেন । মেয়েদের এই সাফল্যে উচ্ছ্বসিত পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘মাধ্যমিকে মেয়েরা বিশেষ করে ভাল ফল করেছে ৷ এটা আনন্দের ব্যাপার ৷ মুখ্যমন্ত্রীর জন্যই এটা সম্ভব হয়েছে ৷’
advertisement
রেকর্ড সময়ের মধ্যে প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ৷ পরীক্ষা শেষের ৭৭ দিনের মাথায় ফলাফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ ৷ মেধাতালিকায় প্রথম দশে কলকাতা থেকে মাত্র দু’জন পরীক্ষার্থীই এবারে স্থান পেয়েছে ৷ জেলার তুলনায় এবারে অনেক পিছিয়ে কলকাতা ৷ এই নিয়ে শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া, ‘মাধ্যমিকে জেলার ফল ভাল হয়েছে ৷ তবে কলকাতার ফল তো তেমন খারাপ হয়নি৷ সবই কলকাতা থেকে হলে জেলা কী করবে৷ জেলার ছেলেমেয়েরা বেশি পড়াশোনা করে ৷ তাই জেলায় বেশি ভাল ফল হয়েছে ৷’
advertisement
advertisement
আরও পড়ুন
এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৮৪ হাজার ১৭৮ জন ৷ ছাত্রদের থেকে এ বছর ছাত্রীর সংখ্যা ১১.৯১% বেশি ৷ এ বছরের পাশের হার ৮৫.৮৯% ৷ গত বছর পাশের হার ছিল ৮৫.৭৫% ৷ সবচেয়ে বেশি সাফল্যের হার পূর্ব মেদিনীপুরে (৯৬.১৩%) ৷ দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর (৯১.৭৫%) ৷ তৃতীয় কলকাতা (৯১.১১%) ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 06, 2018 3:31 PM IST