এবারের মাধ্যমিকে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা, শুভেচ্ছা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

Last Updated:

এবারের মাধ্যমিকে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা, শুভেচ্ছা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

#কলকাতা: মাধ্যমিক পরীক্ষায় প্রতিবারের মতো এবারও দাপট জেলার ৷ উল্লেখযোগ্যভাবে, চলতি বছর মেধাতালিকায় ছেলেদের থেকে দাপট মেয়েদের ৷ ২০১৮ এর মাধ্যমিকের কৃতীদের শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও ৷
এবারের মাধ্যমিকে উল্লেখযোগ্য ফল মেয়েদের ৷ ছেলেদের টেক্কা দিয়ে মেধাতালিকার শীর্ষ স্থান দখল করেছে কোচবিহার সুনিতি একাডেমির ছাত্রী সঞ্জীবনী দেবনাথ । তাঁর প্রাপ্ত নম্বর ৬৮৯ । প্রথম দশের মেধাতালিকাতেও ৫৬ জনের মধ্যে রয়েছেন ২১ জন ছাত্রী রয়েছেন । মেয়েদের এই সাফল্যে উচ্ছ্বসিত পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘মাধ্যমিকে মেয়েরা বিশেষ করে ভাল ফল করেছে ৷ এটা আনন্দের ব্যাপার ৷ মুখ্যমন্ত্রীর জন্যই এটা সম্ভব হয়েছে ৷’
advertisement
রেকর্ড সময়ের মধ্যে প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট ৷ পরীক্ষা শেষের ৭৭ দিনের মাথায় ফলাফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ ৷ মেধাতালিকায় প্রথম দশে কলকাতা থেকে মাত্র দু’জন পরীক্ষার্থীই এবারে স্থান পেয়েছে ৷ জেলার তুলনায় এবারে অনেক পিছিয়ে কলকাতা ৷ এই নিয়ে শিক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া, ‘মাধ্যমিকে জেলার ফল ভাল হয়েছে ৷ তবে কলকাতার ফল তো তেমন খারাপ হয়নি৷ সবই কলকাতা থেকে হলে জেলা কী করবে৷ জেলার ছেলেমেয়েরা বেশি পড়াশোনা করে ৷ তাই জেলায় বেশি ভাল ফল হয়েছে ৷’
advertisement
advertisement
আরও পড়ুন
এবছর পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৮৪ হাজার ১৭৮ জন ৷ ছাত্রদের থেকে এ বছর ছাত্রীর সংখ্যা ১১.৯১% বেশি ৷ এ বছরের পাশের হার ৮৫.৮৯% ৷ গত বছর পাশের হার ছিল ৮৫.৭৫% ৷ সবচেয়ে বেশি সাফল্যের হার পূর্ব মেদিনীপুরে (৯৬.১৩%) ৷ দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর (৯১.৭৫%) ৷ তৃতীয় কলকাতা (৯১.১১%) ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
এবারের মাধ্যমিকে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা, শুভেচ্ছা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement