‘পাশ-ফেল বিষয়টি এখনও বিবেচনাধীন’, বিধানসভায় পাশ ফেল ইস্যুতে শিক্ষামন্ত্রীর মন্তব্য

Last Updated:
#কলকাতা: বাদল অধিবেশনের প্রথম দিনেই বিধানসভায় পাশ ফেল ইস্যু ৷ রাজ্যের শিক্ষাব্যবস্থায় ফের ফিরে আসতে চলেছে পাশ-ফেল তা আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তবে কোন ক্লাস থেকে ফিরছে পাশ-ফেল তা নিয়ে এখনও চুড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে ফের বিধানসভাতেও জানালেন শিক্ষামন্ত্রী ৷
তিনি বলেন, ‘কোন ক্লাস থেকে পাশ-ফেল শুরু হবে ৷ তা নিয়ে আলোচনা চলছে ৷ মুখ্যমন্ত্রী ও শিক্ষাবিদদের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷’ এছাড়া এদিন বিধানসভায় পার্থ চট্টোপাধ্যায় জানান, ‘২১টি রাজ্য পাশ-ফেলের পক্ষে ৷ আমাদের রাজ্যও পাশ-ফেল চায় ৷ তবে আমাদের কিছু শর্ত আছে ৷ শর্তগুলি কেন্দ্রকে জানানো হয়েছে ৷’
advertisement
শিক্ষামন্ত্রী আরও বলেন, কেন্দ্র পঞ্চম শ্রেণী থেকে পাশ ফেল প্রথা ফিরিয়ে আনার পক্ষপাতী ৷ কিন্তু চতুর্থ শ্রেণী পর্যন্ত স্কুলছুটদের জন্য কী ব্যবস্থা? এব্যাপারে কেন্দ্র এখনও কিছু জানায়নি ৷ পাশ-ফেল বিষয়টি এখনও বিবেচনাধীন ৷ কোন স্তর থেকে চালু হবে উল্লেখ নেই ৷
advertisement
আরও পড়ুন 
advertisement
অন্যদিকে, রাজ্যে পাশ-ফেল প্রক্রিয়া ফিরিয়ে আনতে ৫ সদস্যের কমিটি তৈরি করেছে সরকার ৷ কমিটির দায়িত্বে রয়েছেন রাজ্য বিএড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় ৷ সাত দিনের কমিটিকে মধ্যে রিপোর্ট জমা দিতে নির্দেশ ৷
আরও পড়ুন 
মনমোহন সিংহের ইউপিএ-২ সরকারের শিক্ষার অধিকার আইনের সৌজন্যে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল তুলে দেওয়া হয় ৷ এবার ফের শিক্ষার গুণগত মান রক্ষার খাতিরে সেই প্রথা ফিরিয়ে আনতে চায় কেন্দ্র ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘পাশ-ফেল বিষয়টি এখনও বিবেচনাধীন’, বিধানসভায় পাশ ফেল ইস্যুতে শিক্ষামন্ত্রীর মন্তব্য
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement