এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন তোলার আবেদন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের

Last Updated:
#কলকাতা: নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেনির শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় পাস করেও মিলছে না চাকরি ৷ রাজ্যে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে মেয়ো রোডে প্রেস ক্লাবের সামনে অনশনে বসেছিলেন এসএসসির কয়েকশো চাকরি প্রার্থীরা ৷ আজ অর্থাৎ শুক্রবার এসএসসি চাকরি প্রার্থীদের অনশন ২৩ দিনে পড়ল ৷ শুক্রবার সাংবাদিক বৈঠক করে এসএসসি চাকরি প্রার্থীদের অনশন তুলে নেওয়ার আবেদন জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷
পার্থবাবু বলেন, ‘আইন মেনেই নিয়োগ করা হবে এসএসসিতে ৷ অনশনকারীদের সঙ্গে কথা হয়েছে ৷ ওঁদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে ৷ নিয়ম মেনেই এসএসসিতে নিয়োগ হবে ৷ কর্তৃপক্ষকে সেই নির্দেশ দেওয়া হয়েছে ৷ অনশনকারীদের অভিযোগ খতিয়ে দেখা হবে ৷ অভিযোগ খতিয়ে দেখবে কমিটি ৷ মণীশ জৈনের নেতৃত্বে কমিটি তৈরি হয়েছে ৷ ২ দিনের মধ্যে অভিযোগ জানাতে বলেছি ৷ ১৫ দিনের মধ্যে অভিযোগ খতিয়ে দেখা হবে ৷’
advertisement
শুধু একথাই নয় ৷ তিনি আরও বলেছেন, ‘চাকরিপ্রার্থীদের ভুল বোঝানো হচ্ছে ৷ অনশনকারীদের ভুল তথ্য দেওয়া হচ্ছে ৷ ভেকেন্সি লিস্ট না দেওয়ার অভিযোগ মিথ্যে ৷ ওয়েটিং লিস্ট আর প্যানেল এক নয় ৷ কয়েক লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছেন ৷ অনিয়ম হলে সকলে কেন অনশন করছেন না তারা ? অনশন প্রত্যাহারের আবেদন করেছি সকল অনশনকারীদের ৷ যোগ্যতার ভিত্তিতেই নিয়োগ করবে এসএসসি, কর্তৃপক্ষকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে ৷ সরকার অনশনকারীদের প্রতি সহানুভূতিশীল ৷ নিয়ম মেনেই ফাঁকা পদে নিয়োগ হয়েছে ৷ মণীশ জৈনের নেতৃত্বের ৫ জনের কমিটি গঠন ৷ অনশনকারীদের অভিযোগ খতিয়ে দেখছে কমিটি ৷ ২ দিনের মধ্যে অভিযোগ জানানোর নির্দেশ ৷ ১৫ দিনের মধ্যে অভিযোগ খতিয়ে দেখা হবে ৷ খালি পদের তুলনায় আবেদনকারী অনেক বেশি ৷’
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
এসএসসি চাকরিপ্রার্থীদের অনশন তোলার আবেদন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement