#কলকাতা: মোনালী ঠাকুরের গান। শ্রদ্ধা কপুরের নাচ। সাজছে ইডেন। লক্ষ্মীবারে আইপিএল-১০-এর উদ্বোধনী অনুষ্ঠান ক্রিকেটের নন্দনকাননে।
চোখধাঁধানো ফ্লাডলাইটে আস্তে আস্তে সেজে উঠছে ইডেন। তৈরি হচ্ছে বৃহস্পতিবারের মেগা উদ্বোধনী অনুষ্ঠানের জন্য। এবার যে তার পালা।
শুধু কি বলিউডি টাচ! ইডেনে থাকছে প্রাচীন বাংলার ছোঁয়াও। বলিউডি ডান্স নাম্বারের সঙ্গে সমানে পাল্লা দেবে ছৌ , সাঁওতালি নাচও। ২০০ জন শিল্পীর ছোঁয়ায় আরও মায়াবী হবে ইডেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IPL 10, IPL 2017, Kkr, Kolkata Knight Riders, Opening Ceremony, আইপিএল ২০১৭