Partha Chatterjee৷৷ Arpita Mukherjee: নথি জোগাড় করছে ইডি! জেলে কঠিন প্রশ্নের মুখে পড়বেন পার্থ- অর্পিতা

Last Updated:
পার্থ-অর্পিতাকে কঠিন প্রশ্নের মুখে ফেলবে ইডি৷
পার্থ-অর্পিতাকে কঠিন প্রশ্নের মুখে ফেলবে ইডি৷
#অনুপ চক্রবর্তী, কলকাতা: আজই সম্ভবত জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে জেরা করতে চলেছেন ইডি কর্তারা৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর এমনই৷ এই মুহূর্তে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ আলিপুর মহিলা সংশোধনাগারে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়৷
ইতিমধ্যেই পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে বেনামে একাধিক সম্পত্তির হদিশ মিলেছে৷ সবমিলিয়ে ৯টি ফ্ল্যাটের হদিশ পাওয়া গিয়েছে৷ এই ন'টি ফ্ল্যাটের মধ্যে চারটি পার্থ এবং পাঁচটি রয়েছে অর্পিতার নামে৷ তালিকায় রয়েছে বাংলো এবং রিসর্টও৷ এই সমস্ত জায়গায় তল্লাশি চালিয়ে বিভিন্ন নথি উদ্ধার করেছিল ইডি৷
advertisement
advertisement
নতুন করে কল্যাণী এক্সপ্রেসওয়ের পাশেও একটি জমির খোঁজ পেয়েছেন ইডি আধিকারিকরা৷ বিভিন্ন সরকারি দফতর থেকেও এই সম্পত্তিগুলি সংক্রান্ত প্রয়োজনীয় নথিও জোগাড় করেছেন ইডি কর্তারা৷ সেই জন্য বিভিন্ন দফতরে নথি চেয়ে চিঠিও পাঠানো হচ্ছে ইডি-র তরফে৷
এই সমস্ত নথি সামনে রেখেই জেলে গিয়ে পার্থ এবং অর্পিতাকে জেরা করতে চান ইডি কর্তারা৷ কারণ এর আগে ইডি হেফাজতে থাকাকালীন অর্পিতাকে চিনতেই অস্বীকার করেছিলেন পার্থ৷ এবার তাই আরও আঁটঘাট বেঁধে নামতে চাইছেন ইডি কর্তারা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Partha Chatterjee৷৷ Arpita Mukherjee: নথি জোগাড় করছে ইডি! জেলে কঠিন প্রশ্নের মুখে পড়বেন পার্থ- অর্পিতা
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement