Sujay Krishna Bhadra: আদালতের নির্দেশ মেনেই পদক্ষেপ! SSKM থেকে সুজয়কৃষ্ণ ভদ্রের রিপোর্ট সংগ্রহ করল ইডি অফিসাররা
- Published by:Rachana Majumder
- Written by:ARNAB HAZRA
Last Updated:
হাইকোর্টের নির্দেশ মেনেই ইডির টিমের দুই অফিসার শুক্রবার এসএসকেএম অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ে আসেন। সুপারের সঙ্গে কথা বলেন।
অর্পিতা হাজরা, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় কি আরও বিপাকে সুজয়কৃষ্ণ ভদ্র? শুক্রবার সকাল ইডির টিমকে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থার রিপোর্ট দেয় এসএসকেএম। হাইকোর্টের নির্দেশ মেনেই ইডি টিমের দুই অফিসার শুক্রবার এসএসকেএম অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংয়ে আসেন। সুপারের সঙ্গে কথা বলেন। সুজয় ভদ্রর রিপোর্ট এসএসকেএমের কর্তৃপক্ষ তুলে দেয় ইডির হাতে।
সুজয়কৃষ্ণ ভদ্রর চিকিৎসার জন্য ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট ৷ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে আজ এই নির্দেশ দেওয়া হয়। সুজয়কৃষ্ণ ভদ্রের চিকিৎসার জন্য একটি বোর্ড গঠন করে শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্য ইডিকে নির্দেশ দেয় আদালত। মামলার পরবর্তী শুনানি আগামী বুধবার।

advertisement
advertisement
সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর নাম প্রথম শোনা যায়, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত তাপস মণ্ডলের মুখে৷ জিজ্ঞাসাবাদের সময়, তাপস মণ্ডল দাবি করেছিলেন, তিনি কুন্তল ঘোষের মুখে প্রথম কালীঘাটের কাকুর নাম শোনেন। বেনিয়মে চাকরি করিয়ে দেওয়ার সঙ্গে কালীঘাটের কাকুর যোগ রয়েছে বলে তাপস মণ্ডলকে নাকি জানিয়েছিলেন কুন্তল। এরপরেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে ম্যারাথন তল্লাশিতে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পায় ইডি।
advertisement
ইডির দাবি, একাধিক কোম্পানির সঙ্গে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণের প্রত্যক্ষ বা পরোক্ষ যোগ মিলেছে। এই কোম্পানিগুলির মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে। এভাবেই কালো টাকা সাদা করা হয়েছে বলে অনুমান ইডি-র। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে সুজয় ভদ্র কোনও সদুত্তর দিতে পারেননি বলেও অভিযোগ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 04, 2023 6:13 PM IST