লোধার বাড়িতে ইডির হানা, বাজেয়াপ্ত সুইস ব্যাঙ্কের নথি !

Last Updated:

কালো টাকাকাণ্ডে ব্যবসায়ী পরশমল লোধার বাড়ি ও অফিসে তল্লাশি চালাল ইডি। বাজেয়াপ্ত করা হল বেশকিছু নথিও। যার মধ্যে রয়েছে

#কলকাতা: কালো টাকাকাণ্ডে ব্যবসায়ী পরশমল লোধার বাড়ি ও অফিসে তল্লাশি চালাল ইডি। বাজেয়াপ্ত করা হল বেশকিছু নথিও। যার মধ্যে রয়েছে সুইস ব্যাঙ্কের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও ৷ সুইজ ব্যাঙ্কের কাগজপত্র থেকে উঠে এসেছে একটি মহিলার নামও ৷ সেই মহিলার নামই নথি ভুক্ত রয়েছে সুইস ব্যাঙ্কের নথিতে ৷ ইডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই ওই মহিলার নামে আদালতের চিঠি পাঠানো হবে৷ এছাড়াও ইডির তল্লাশিতে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু কম্পিউটার ও ব্যবসা সংক্রান্ত কাগজপত্র৷
মঙ্গলবার বালিগঞ্জের ক্যুইন্স পার্কে লোধার বাড়ি এবং বেহালার এসএন রায় রোডে তার অফিসে একসঙ্গে তল্লাশি চালায় ইডি। বিদেশে পালানোর আগে, গত বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় লোধাকে। তাকে জেরা করে প্রকাশ্যে আসে কলকাতার এক গুজরাতি ব্যবসায়ীর নাম।
বিদেশে পালানোর ছক ভেস্তে গ্রেফতার করেছিল ইডি। জেরায় কেঁচো খুঁড়তে গিয়ে খোঁজ মিলেছিল কেউটেরও। এবার আরও পোক্ত প্রমাণের খোঁজে কলকাতার রিয়েল এস্টেট ব্যবসায়ী পরশমল লোধার বাড়ির ও অফিসে একসঙ্গে তল্লাশি চালাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
advertisement
advertisement
- বালিগঞ্জের ক্যুইন্স পার্কে লোধার বাড়িতে তল্লাশি
- একই সময়ে বেহালার এস এন রায় রোডে লোধার অফিসে তল্লাশি
- দু'জায়গায় একইসঙ্গে তল্লাশি চালান ইডি অফিসাররা
- বেশকিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয় বলেও ইডি সূত্রে খবর
- লোধার বাড়ির মিউজিয়ামের সামগ্রীরও তালিকা তৈরি করে ইডি
দিল্লি ও চেন্নাইয়ের দুই ব্যবসায়ীর ২৫ কোটি কালো টাকা সাদা করার অভিযোগে গ্রেফতার করা হয় পরশমল লোধাকে। গত বৃহস্পতিবার মালয়েশিয়া যাওয়ার আগে মুম্বই বিমানবন্দরে ইডির জালে ধরা পড়ে এই রিয়েল এস্টেট ব্যবসায়ী। দিল্লির ইডি দফতরে তাকে দফায় দফায় জেরা করা হয়। ইডি সূত্রে খবর,
advertisement
নজরে লোধার ব্যবসায়ী বন্ধুরা
- জেরায় একাধিক ব্যবসায়ীর নাম বলেছেন লোধা
- যারমধ্যে রয়েছেন কলকাতার এক গুজরাতি ব্যবসায়ীও
- ওই ব্যবসায়ীর কয়েক কোটি বাতিল নোট বদলে দিয়েছে লোধা
- লোধা গত ২-৩ বছরে তাঁর কয়েকশো কোটি টাকা হাওয়ালা মাধ্যমে বিদেশে পাচারও করেছে
- গুজরাতি ব্যবসায়ীর বিপুল টাকা বেআইনিভাবে বিদেশে লগ্নি করতেই মালয়েশিয়া যাচ্ছিল লোধা
advertisement
লোধার কলকাতাবাসী এই বিদেশি ব্যবসায়ীয়ের ওপরও নজর রেখেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
বাংলা খবর/ খবর/কলকাতা/
লোধার বাড়িতে ইডির হানা, বাজেয়াপ্ত সুইস ব্যাঙ্কের নথি !
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement