কলকাতা: শুধুমাত্র গাড়ি কেনা বাবদ টাকা দিয়েছেন কুন্তল এমন নয়, এর বাইরেও আর্থিক লেনদেন হয়েছে কুন্তল ও বনির মধ্যে দাবি ইডির।
বৃহস্পতিবার বনি যে বয়ান দিয়েছেন, তাতে সন্তুষ্ট নন তদন্তকারী অফিসারেরা। আগামী সপ্তাহে ফের তাকে তলবের সম্ভাবনা। আজকের বয়ান খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইডি। তবে ইডি কর্তাদের দাবি আর্থিক লেনদেন নিয়ে তথ্য গোপন করছেন বনি।
আরও পড়ুন: দিল্লিতে গিয়েই 'মোক্ষম চাল' অনুব্রতর! ED-র প্রশ্নে কেষ্ট বারবার দিচ্ছেন এক জবাব
তবে একা বনি সেনগুপ্ত নন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি-র নজরে রয়েছেন টলিউডের আরও অন্তত পাঁচ জন অভিনেতা অভিনেত্রী। এদের প্রত্যেকের অ্যাকাউন্টেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের কাছ থেকে টাকা গিয়েছিল বলে ইডি সূত্রে খবর৷ অন্তত ৭৫টি অ্যাকাউন্ট থেকে এই টাকা পাঠানো হয়েছে বলে জানতে পেরেছেন ইডি-র তদন্তকারীরা৷ এই অভিনেতা অভিনেত্রীদেরও ইডি খুব শিগগিরই তলব করা হবে বলে ইডি সূত্রে খবর৷
আরও পড়ুন: 'বাংলা ছবির ভবিষ্যৎ বর্তমানে ইডির দরবারে,' বনির নাম না করে কটাক্ষ ঋদ্ধির
ইডি আধিকারিকরা মনে করছেন, চাকরি দেওয়ার বিনিময়ে নেওয়া টাকা টলিউডে বিনিয়োগ করে সরাতে চেয়েছিলেন কুন্তল৷ এমন কি, সিনেমা তৈরি করতে চান বলেও তিনি জানিয়েছিলেন বলে দাবি করেছেন বনি এবং তাঁর বাব অনুপ সেনগুপ্ত৷ যদিও এই সমস্ত বক্তব্যই খতিয়ে দেখছেন ইডি কর্তারা৷
বনি এবং তাঁর পরিবারের আরও দাবি, যে শোরুম থেকে বনির গাড়ি কেনা হয়েছিল, কুন্তল সেখানকার অ্যাকাউন্টেই সরাসরি টাকা দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত অবশ্য কুন্তল সিনেমা তৈরি করেননি৷ টাকা নেওয়ার বিনিময়ে কুন্তলের একাধিক অনুষ্ঠানে তিনি পারফর্ম করেছেন বলে দাবি বনির৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bonny Sengupta, Tet Scam