Bonny Sengupta: শুধু গাড়ি কেনার জন্য নয়, কুন্তলের থেকে আরও টাকা নেন বনি? ফের তলব করতে পারে ইডি
- Reported by:Amit Sarkar
- Published by:Debamoy Ghosh
Last Updated:
তবে একা বনি সেনগুপ্ত নন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি-র নজরে রয়েছেন টলিউডের আরও অন্তত পাঁচ জন অভিনেতা অভিনেত্রী।
কলকাতা: শুধুমাত্র গাড়ি কেনা বাবদ টাকা দিয়েছেন কুন্তল এমন নয়, এর বাইরেও আর্থিক লেনদেন হয়েছে কুন্তল ও বনির মধ্যে দাবি ইডির।
বৃহস্পতিবার বনি যে বয়ান দিয়েছেন, তাতে সন্তুষ্ট নন তদন্তকারী অফিসারেরা। আগামী সপ্তাহে ফের তাকে তলবের সম্ভাবনা। আজকের বয়ান খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইডি। তবে ইডি কর্তাদের দাবি আর্থিক লেনদেন নিয়ে তথ্য গোপন করছেন বনি।
advertisement
advertisement
তবে একা বনি সেনগুপ্ত নন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডি-র নজরে রয়েছেন টলিউডের আরও অন্তত পাঁচ জন অভিনেতা অভিনেত্রী। এদের প্রত্যেকের অ্যাকাউন্টেই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের কাছ থেকে টাকা গিয়েছিল বলে ইডি সূত্রে খবর৷ অন্তত ৭৫টি অ্যাকাউন্ট থেকে এই টাকা পাঠানো হয়েছে বলে জানতে পেরেছেন ইডি-র তদন্তকারীরা৷ এই অভিনেতা অভিনেত্রীদেরও ইডি খুব শিগগিরই তলব করা হবে বলে ইডি সূত্রে খবর৷
advertisement
ইডি আধিকারিকরা মনে করছেন, চাকরি দেওয়ার বিনিময়ে নেওয়া টাকা টলিউডে বিনিয়োগ করে সরাতে চেয়েছিলেন কুন্তল৷ এমন কি, সিনেমা তৈরি করতে চান বলেও তিনি জানিয়েছিলেন বলে দাবি করেছেন বনি এবং তাঁর বাব অনুপ সেনগুপ্ত৷ যদিও এই সমস্ত বক্তব্যই খতিয়ে দেখছেন ইডি কর্তারা৷
advertisement
বনি এবং তাঁর পরিবারের আরও দাবি, যে শোরুম থেকে বনির গাড়ি কেনা হয়েছিল, কুন্তল সেখানকার অ্যাকাউন্টেই সরাসরি টাকা দিয়েছিলেন৷ শেষ পর্যন্ত অবশ্য কুন্তল সিনেমা তৈরি করেননি৷ টাকা নেওয়ার বিনিময়ে কুন্তলের একাধিক অনুষ্ঠানে তিনি পারফর্ম করেছেন বলে দাবি বনির৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
kolkata
First Published :
Mar 09, 2023 11:35 PM IST








