ED: সল্টলেকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের বাড়িতে ইডি, কেন?
- Published by:Uddalak B
- news18 bangla
- Written by:Arpita Hazra
Last Updated:
ED: বিদ্যাসাগর সমবায় আবাসন সমিতি আবাসনে ইডির টিম অভিযান চালায়। হুগলি ধনেখালিতে বিডিও থাকাকালীন একশো দিনের কাজের টাকা নয়ছয় হয়েছে কিনা খতিয়ে দেখতে ইডির অভিযান।
কলকাতা : সল্টলেকে ডেপুটি ম্যাজিস্ট্রেটের দু’টি ফ্ল্যাটে ইডির অভিযান!
‘মনরেগা’ একশো দিনের কাজের প্রকল্প দুর্নীতিতে এ বার কোমর বেঁধে নামলো ইডি। শিক্ষক নিয়োগ, রেশন দুর্নীতি, পুরসভা দুর্নীতি মামলার পর এ বার একশো দিনের কাজে দুর্নীতি মামলায় তৎপর ইডি। ব্লক ডেভেলপমেন্ট অফিসার সঞ্চয়ন পানের ফ্ল্যাটে এফ এইট-এর বাড়িতে ইডি টিম অভিযান চালায়। ইডি ও কেন্দ্রীয় বাহিনীর টিম তল্লাশি করে।
বিদ্যাসাগর সমবায় আবাসন সমিতি আবাসনে ইডির টিম অভিযান চালায়। হুগলি ধনেখালিতে বিডিও থাকাকালীন একশো দিনের কাজের টাকা নয়ছয় হয়েছে কিনা খতিয়ে দেখতে ইডির অভিযান। এফ, এফ এইট দু’টো ফ্ল্যাটে ইডি ঢোকে। ইডি সূত্রে খবর, বেলডাঙায় ২০১৯ সালে দু’টি এফআইআর হয়৷ অক্টোবর ও নভেম্বর মাসে। এর পাশাপাশি ধনেখালিতে এফআইআর হয়। সব মিলে একটি ইসিআইআর করে ইডি। অভিযোগ, ভুয়ো অ্যাকাউন্ট খুলে যাঁরা ১০০ দিনের কাজ করেনি, তাঁদের অ্যাকাউন্টয়ে মনরেগা টাকা ঢুকেছে।
advertisement
advertisement
এই স্ক্যাম বা দুর্নীতিতে ১০০ দিনের কাজে টাকা ফেক অ্যাকাউন্ট যাওয়ার পেছনে সরকারি অধিকারীকরা যুক্ত দাবী ইডির। এ দিন যদিও ফ্ল্যাটে ছিলেন না সঞ্চয়ন পান। ইডির আধিকারিকরা দীর্ঘ কয়েক ঘণ্টা তল্লাশি অভিযান করেন। প্রিন্টার ও বেশ কিছু নথি নিয়ে ঢোকে ইডি ফ্ল্যাটে। ব্যাঙ্কিং নথি ক’টা অ্যাকাউন্ট, লেনদেন খতিয়ে দেখছে ইডি। মুর্শিদাবাদ, চুঁচুড়া, ঝাড়গ্রাম, সল্টলেকে দু’টি ফ্ল্যাট সহ ছ’টি জায়গায় মনরেগা স্ক্যাম একশো দিনের কাজে দুর্নীতি নিয়ে তল্লাশি করে ইডি মঙ্গলবার। সন্দেশখালি থেকে শিক্ষা নিয়ে এ বার ইডির তল্লাশির সময় আরও সতর্ক কেন্দ্রীয় বাহিনী। সল্টলেকে এই ব্লকের ফ্ল্যাট দু’টিতে তল্লাশি চলাকালীন ঢাল, হাতে আর্মস, লাঠি নিয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন।
advertisement
ফ্ল্যাটের বাইরে ও ভিতরে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার চাদরে মোড়া।কি ছু দিন আগেই শাজাহানের বাড়িতে তল্লাশি করতে গিয়ে ইডির উপর হামলার অভিযোগ ওঠে। সেই ঘটনার পর কেন্দ্রীয় বাহিনী আরও সতর্কতা নিয়ে ইডিকে তল্লাশীতে সাহায্য।
ARPITA HAZRA
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2024 9:10 AM IST