ED files chargesheet against Partha-Arpita: পার্থ-অর্পিতার ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত! চার্জশিট জমা দিল ইডি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
চার্জশিটে ইডি আরও জানিয়েছে, অর্পিতার দু'টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৪৯ কোটি ছাড়াও পার্থ এবং অর্পিতার নামে থাকা প্রায় চল্লিশটি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷
#কলকাতা: গ্রেফতারির ৫৮ দিনের মাথায় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জশিট জমা দিল ইডি৷ এ দিন ব্যাঙ্কশাল কোর্টে বিশেষ সিবিআই আদালতে এই চার্জশিট জমা দেওয়া হয়৷ সবমিলিয়ে পার্থ এবং অর্পিতার ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে বলে চার্জশিটে জানিয়েছে ইডি৷
গত ২৩ জুলাই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয় পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়কে৷ অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ এবং বেলঘড়িয়ার ফ্ল্যাট থেকে সবমিলিয়ে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করা হয়৷ নিয়ম মতো গ্রেফতারির ৬০ দিনের মধ্যে চার্জশিট জমা দিতে হয়৷ ফলে, নির্দিষ্ট সময়ের মধ্যেই ইডি পার্থ এবং অর্পিতার বিরুদ্ধে চার্জশিট জমা দিল৷
advertisement
ইডি সূত্রে খবর, পার্থ এবং অর্পিতা দু' জনের বিরুদ্ধেই আর্থিক তছরুপ প্রতিরোধ আইনের তিন এবং চার নম্বর ধারায় অভিযোগ আনা হয়েছে৷ পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের নামে যে বিপুল সম্পত্তির হদিশ মিলেছে, তারও উল্লেখ রয়েছে ইডি-র চার্জশিটে৷ পাশাপাশি বিভিন্ন ভুয়ো সংস্থা খুলে যে অর্থ বিনিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ, সেই সমস্ত সংস্থার কয়েকজন ডিরেক্টরদের নামও চার্জশিটে উল্লেখ করা হয়েছে৷
advertisement
advertisement
চার্জশিটে ইডি আরও জানিয়েছে, অর্পিতার দু'টি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৪৯ কোটি ছাড়াও পার্থ এবং অর্পিতার নামে থাকা প্রায় চল্লিশটি স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে৷ যার বর্তমান বাজার মূল্য ৪০.৩৩ কোটি টাকা৷ এর মধ্যে রয়েছে ফ্ল্যাট, ফার্ম হাউস, বেশ কয়েকটি সংস্থাও।
advertisement
চল্লিশটি স্থাবর সম্পত্তি, ৩৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্টও বাজেয়াপ্ত করা হয়েছে৷ এই অ্যাকাউন্টগুলিতেও ৭.৮৯ কোটি টাকা মিলেছে৷ অর্পিতার দু'টি ফ্ল্যাট থেকে প্রায় ৪৯ কোটি টাকা নগদ ছাড়াও ৫.০৮ কোটি টাকার গয়না বাজেয়াপ্ত করা হয়েছে বলে দাবি ইডি-র৷ সবমিলিয়ে পার্থ এবং অর্পিতার বাজেয়াপ্ত হওয়া সম্পত্তির পরিমাণ ১০৩.১০ কোটি টাকা বলে চার্জশিটে জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 19, 2022 3:29 PM IST