Ration Scam: এলাকায় 'ডাকু' নামেই চেনেন, শঙ্কর আঢ্যর উত্থানের কাহিনী যেন সিনেমা! শুনলে শিউরে উঠবেন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Ration Scam: শঙ্কর আঢ্যকে এলাকার মানুষ ডাকু নামে চেনেন। রাজনৈতিক পদোন্নতি ও সামাজিক প্রভাব তাঁর কার্যত শুরু হয়েছিল ২০১১ সালে, তৃণমূল এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে।
কলকাতাঃ দিনভর তল্লাশির পর রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে শুক্রবার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি৷ বনগাঁর এই দাপুটে তৃণমূল নেতাকে নিয়ে ইডি আধিকারিকরা গভীর রাতে তাঁর বাড়ি থেকে বেরিয়ে যান।
স্থানীয়রা জানিয়েছেন, বছর তিপান্নর শঙ্কর আঢ্যকে এলাকার মানুষ ডাকু নামে চেনেন। রাজনৈতিক পদোন্নতি ও সামাজিক প্রভাব তাঁর কার্যত শুরু হয়েছিল ২০১১ সালে, তৃণমূল এ রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে। সেই সময় থেকেই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গেও তাঁর সুসম্পর্ক গড়ে উঠতে শুরু করে।
আরও পড়ুনঃ রোজের জীবনে ছোট্ট ছোট্ট এই ৫ ভুল! কিডনিকে করে দেবে একেবারে শেষ! জানুন আজই
২০০৫ সালে বনগাঁর প্রয়াত বিধায়ক ভূপেন্দ্রনাথ শেঠের উদ্যোগে শঙ্কর আঢ্য প্রথমবারের জন্য পুরসভার ভোটে দাঁড়িয়ে জয়লাভ করেন। ২০১০ সালে নিজের ওয়ার্ডটি মহিলাদের জন্য সংরক্ষিত হয়ে যাওয়ায় তিনি ভোটে না দাঁড়িয়ে প্রার্থী করেছিলেন স্ত্রী জ্যোৎস্না আঢ্যকে। ভোটে জিতে জ্যোৎস্না আঢ্য পুরপ্রধান হন।
advertisement
advertisement
২০১১ সালে বিধানসভা ভোটের পর থেকেই শঙ্কর আঢ্য বনগাঁ রেডক্রস সোসাইটির সম্পাদক, বনগাঁ মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক ও পরে বনগাঁ শহর তৃণমূল কংগ্রেসের সভাপতিও হয়েছিলেন। পাশাপাশি ব্যবসায়ী সংগঠনেরও গুরুত্বপূর্ণ পদ সামলেছেন। নিজের সাফল্যের পিছনে জ্যোতিপ্রিয় মল্লিকের ভূমিকার কথা ভোলেননি শঙ্কর আঢ্য। জ্যোতিপ্রিয় মল্লিককে নিজের ‘রাজনৈতিক অভিভাবক’ বলেও মন্তব্য করেছেন।
উল্লেখ্য, এ দিন যখন শঙ্করকে নিয়ে গাড়ি রওনা দেয়, তখন ইডি অফিসারদের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে জনতার একাংশ৷ জনতাকে ছত্রভঙ্গ করতে লাঠি চালায় সিআরপিএফ জওয়ানরা৷ রাতেই শঙ্কর আঢ্যকে নিয়ে কলকাতায় রওনা দেন ইডি কর্তারা৷ আজ ইতিমধ্যেই তাঁকে আদালতে পেশ করা হয়েছে।
advertisement
প্রসঙ্গত, রেশন বণ্টন দুর্নীতি কাণ্ডে আগেই রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করেছিল ইডি৷ সেই সূত্রেই এ দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে সকাল থেকে তল্লাশি শুরু করেন ইডি আধিকারিকরা৷ উত্তর চব্বিশ পরগণার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিক এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ এক ইডি আধিকারিকের মাথা ফাটে৷ ইডি আধিকারিকদের গাড়িও ভাঙচুর করা হয়৷ আক্রান্ত হয় সংবাদমাধ্যমও৷ এরপর রাতে বনগাঁতেও শঙ্কর আঢ্যকে গ্রেফতারের পর আক্রমণের মুখে পড়তে হল ইডি কর্তাদের৷
advertisement
আবীর ঘোষাল
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 06, 2024 2:36 PM IST