যাত্রীদের ৪.৯৭ লক্ষ টাকার হারানো জিনিস ফেরত দিল আরপিএফ, দৃষ্টান্ত স্থাপন করল আরপিএফ

Last Updated:

হাওড়া, ব্যান্ডেল, রামপুরহাট, অম্বিকা কালনা, শিয়ালদহ, বনগাঁ, কলকাতা, দমদম, নৈহাটি, জসিডিহ এবং দুর্গাপুর স্টেশনের রেল চত্বর থেকে এই জিনিসপত্রগুলি উদ্ধার করা হয়।

News18
News18
কলকাতা: সততার এক দৃষ্টান্ত স্থাপন করল পূর্ব রেলের আরপিএফ। যাত্রী পরিষেবা, সততা এবং আস্থার প্রতি তাদের অবিচল প্রতিশ্রুতিকে আরও একবার জোরদার করে, পূর্ব রেলের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) অপারেশন আমানত-এর অধীনে ৪,৯৭,৫২০ টাকা মূল্যের হারানো জিনিসপত্র ও মূল্যবান সামগ্রী উদ্ধার করে এবং তা ফেরত দিয়ে আবারও অনুকরণীয় সততার পরিচয় দিয়েছে।
অপারেশন আমানত (Operation Amanat) হল ভারতীয় রেলওয়ের রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF)-এর একটি উদ্যোগ, যার মূল লক্ষ্য ট্রেনে বা রেলওয়ে চত্বরে যাত্রীদের ফেলে যাওয়া বা হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী (যেমন লাগেজ, মোবাইল ফোন) উদ্ধার করে তাদের কাছে ফিরিয়ে দেওয়া। এই প্রকল্পের মাধ্যমে RPF কর্মীরা যাত্রীদের জিনিসপত্র ট্র্যাক ও পুনরুদ্ধার করে এবং কিছু ক্ষেত্রে হারিয়ে যাওয়া মোবাইল ফোন ব্লক ও ট্র্যাক করার জন্য CEIR পোর্টালে (Central Equipment Identity Register) যুক্ত করে।
advertisement
advertisement
হাওড়া, শিয়ালদহ, আসানসোল এবং মালদহ ডিভিশনের আরপিএফ কর্মীরা বিভিন্ন ট্রেন এবং রেল চত্বর থেকে হারিয়ে যাওয়া ও অরক্ষিত জিনিসপত্র উদ্ধার করেন। উদ্ধার করা জিনিসপত্রের মধ্যে ছিল ২টি পার্স, ১টি মোবাইল ফোন, ১টি গিটার এবং ২০টি ব্যাগ, যেগুলিতে ল্যাপটপ, চার্জার, মোবাইল ফোন, জামাকাপড়, কাগজপত্র, হাতঘড়ি, প্রসাধনী সামগ্রী, ওষুধ এবং নগদ ৪২,০০৫ টাকা-সহ অন্যান্য জিনিসপত্র ছিল। হাওড়া, ব্যান্ডেল, রামপুরহাট, অম্বিকা কালনা, শিয়ালদহ, বনগাঁ, কলকাতা, দমদম, নৈহাটি, জসিডিহ এবং দুর্গাপুর স্টেশনের রেল চত্বর থেকে এই জিনিসপত্রগুলি উদ্ধার করা হয়। যথাযথ যাচাইকরণ এবং নথিপত্র সম্পূর্ণ করার পর উদ্ধার করা সমস্ত জিনিসপত্র তাদের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। নিজেদের জিনিসপত্র ফেরত পেয়ে যাত্রীরা পূর্ব রেলকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য যে, আরপিএফ প্রায় ২.৫০ লক্ষ টাকা মূল্যের মূল্যবান জিনিসপত্র-সহ একটি ব্যাগ উদ্ধার করেছে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
যাত্রীদের ৪.৯৭ লক্ষ টাকার হারানো জিনিস ফেরত দিল আরপিএফ, দৃষ্টান্ত স্থাপন করল আরপিএফ
Next Article
advertisement
ISF Left Front Alliance Talk: বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
  • বাম-আইএসএফ জোট আলোচনা শুরু৷

  • আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকে নওশাদ সিদ্দিকি৷

  • বৈঠকে উপস্থিত ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম৷

VIEW MORE
advertisement
advertisement