Train Cancelled: বাতিল করা হল একাধিক ট্রেন! কিছু ট্রেনের বদলানো হল সময়, বাইরে বেরোনোর আগে অবশ্যই জেনে নিন
- Written by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
রক্ষণাবেক্ষণের কাজের জন্যই কিছু ট্রেন চলাচল বন্ধ রাখা হবে রবিবার অর্থাৎ ২৬ নভেম্বর।
কলকাতা: রবিবার পূর্ব রেলের শাখায় একাধিক ট্রেন বাতিল করে দেওয়া হল। বেশ কিছু ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। সূত্রের খবর অনুযায়ী, রক্ষণাবেক্ষণের কাজের জন্যই কিছু ট্রেন চলাচল বন্ধ রাখা হবে রবিবার অর্থাৎ ২৬ নভেম্বর।
রেল মন্ত্রকের পক্ষ থেকে জানান হয়েছে, রেললাইন থেকে শুরু করে পাওয়ার ব্লক, সিগন্যাল, ওভারহেড বৈদ্যুতিকরণ ব্যবস্থা-সহ রেলেE পরিকাঠামোগত বিভিন্ন কাজের জন্যই বাতিল করা হয়েছে ট্রেনগুলি। যাত্রীদের নিরবচ্ছিন্ন পরিষেবা দিতেই রক্ষণাবেক্ষণ প্রয়োজন। তাই গুরুত্বপূর্ণ কারণেই বন্ধ থাকছে রেল।
advertisement
advertisement
হাওড়া শাখার হাওড়া-বর্ধমান কর্ড লাইন, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি শাখা, বর্ধমান-হাওড়া, কাটোয়া-ব্যান্ডেল-হাওড়া, হাওড়া-তারকেশ্বর, এবং খানা-গুমানি শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।
এক নজরে দেখে নিন কোন ট্রেনগুলি বাতিল করা হয়েছে
হাওড়া থেকে: ৩৭৩১৫, ব্যান্ডেল থেকে: ৩৭৫৩৪,৩৭৭৪৯, নৈহাটি থেকে: ৩৭৫৩৩, তারকেশ্বর থেকে: ৩৭৩২৬, কাটোয়া থেকে ৩৭৭৪৮ এবং ০৩০৯৫, আজিমগঞ্জ থেকে: ০৩০৯৬।
যে ট্রেনগুলির সময় পরিবর্তন হয়েছে—
advertisement
৩৭৩২৮ তারকেশ্বর-হাওড়া লোকাল: ৩০ মিনিট
৩২২৩৪ ডানকুনি-শিয়ালদহ লোকাল: ৪৫ মিনিট
১২৩৪৮ রামপুরহাট-হাওড়া এক্সপ্রেস: ৩০ মিনিট
১২৩৩৮ বোলপুর-হাওড়া এক্সপ্রেস: ১৫ মিনিট
০৩০৮৩ কাটোয়া-হাওড়া প্যাসেঞ্জার: ২০ মিনিট
৩১১৫১ শিয়ালদহ-বর্ধমান লোকাল : ২০ মিনিট
১৩০১৬ জামালপুর-হাওড়া এক্সপ্রেস: ২০ মিনিট
৩৭৯১৭ হাওড়া-কাটোয়া লোকাল: ২০ মিনিট
১৩০১৫ হাওড়া-জামালপুর কবিগুরু এক্সপ্রেস: ১১০ মিনিট
১২৩৪৭ হাওড়া-রামপুরহাট শহিদ এক্সপ্রেস: ৭৫ মিনিট
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 25, 2023 6:49 PM IST









