Eastern Railway: জীবনের ঝুঁকি নিয়ে লাইন পারাপার করছেন? সাবধান না হলেই... বড় আপডেট রেলের
- Published by:Riya Das
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Eastern Railway: পূর্ব রেলের জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে ঢাকুরিয়া সংলগ্ন লেভেল ক্রসিং গেটে জনসচেতনতামূলক প্রচার চালানো হল। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের নেতৃত্বে এই প্রচার চলল।
আজ পূর্ব রেলের জনসংযোগ দপ্তরের পক্ষ থেকে ঢাকুরিয়া সংলগ্ন লেভেল ক্রসিং গেটে জনসচেতনতামূলক প্রচার চালানো হল। মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের নেতৃত্বে এই প্রচার চলল। এই প্রচারে বালিগঞ্জ স্টেশনের স্টেশন ম্যানেজার, আরপিএফ এবং ভারত সেবাশ্রম সংঘের সমস্ত সদস্যরা উপস্থিত ছিলেন, যারা এই জনসচেতনতামূলক প্রচারে আমাদের ব্যাপকভাবে সাহায্য করেছেন। এই প্রচারের মূল উদ্দেশ্য ছিল, লেভেল ক্রসিং গেট বন্ধ থাকাকালীন সাধারণ মানুষ যাতে জীবনের ঝুঁকি নিয়ে লাইন পারাপার না করেন।
এই লেভেল ক্রসিং গেট সংলগ্ন এলাকায় মাইকিং এর মাধ্যমে সাধারণ মানুষকে জনসচেতনতামূলক বিবৃতির মাধ্যমে সজাগ করা হয়। এছাড়াও শহরতলীর বিভিন্ন স্টেশনে রেল কর্তৃপক্ষের অনুমোদিত খাবারের স্টল গুলিতে আগুন জ্বালিয়ে রান্না করার প্রবণতা দেখা যাচ্ছে যা সকলের জন্যই বিপদজনক, এছাড়াও বেশ কিছু স্টেশন দিনের কিছু নির্দিষ্ট সময়ে কার্যত সবজি বাজারে পরিণত হচ্ছে, ফলে যাত্রীদের ট্রেন থেকে ওঠানামা করতে এবং স্টেশনের মধ্যে ট্রেনের জন্য অপেক্ষা করা বা চলাচল করতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কোন কোন ক্ষেত্রে যা দুর্ঘটনায় পরিণত হচ্ছে।
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
advertisement
আরও পড়ুন- একটুর জন্য প্রাণে রক্ষা…! গ্যাস সিলিন্ডার লিক করে আগুন, বিরাট দুর্ঘটনা থেকে বাঁচলেন টলি নায়িকা
এ বিষয়েও স্টেশনে উপস্থিত যাত্রীদের এবং যে সমস্ত স্টল গুলি যত্রতত্র স্টেশনের মধ্যে অবৈধভাবে গড়ে উঠেছে তাদেরকেও মাইকিংয়ের মাধ্যমে সজাগ করা হয় যে, স্টেশন প্ল্যাটফর্ম যাত্রীদের ট্রেন থেকে ওঠানামা করা বা ট্রেনের জন্য অপেক্ষা করার প্রয়োজনে নির্দিষ্ট, এটি অবৈধভাবে ব্যবসা করার জন্য নয়।
advertisement
আজকের এই জনসচেতনতামূলক প্রচারের সময় এই দুই স্টেশনের রেলগেট সংলগ্ন বসবাসকারী মানুষজন রেলওয়ে কর্তৃক এই প্রচারকে সাধুবাদ জানান এবং নিত্যদিনের সমস্যার কথা কর্তৃপক্ষের কাছে তুলে ধরেন যা উপস্থিত গণমাধ্যমের দ্বারা প্রচারে ব্যাপক সাড়া জাগায়। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ কে দেউস্কার মহাশয় এর পরিকল্পনায় এবং মুখ্য জনসংযোগ আধিকারিক শ্রী কৌশিক মিত্র মহাশয় এর পরিচালনায় আজকের এই প্রচারটি সম্পন্ন হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 03, 2024 2:28 PM IST