East-West Metro Rail: এক টুকরো লন্ডন এবার কলকাতায়! এসপ্ল্যানেড মেট্রো পাচ্ছে পিকাডেলি সার্কাসের পরিচিতি

Last Updated:

East-West Railway: মেট্রো সংযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে এসপ্ল্যানেড। নতুন রূপে আত্মপ্রকাশ ঘটতে চলেছে সুপার জংশন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের।

এসপ্ল্যানেড মেট্রো
এসপ্ল্যানেড মেট্রো
ধর্মতলাঃ ওয়েস্টমিনস্টার এবার কলকাতায়। সেজে উঠেছে কলকাতার পিকাডিলি সার্কাস। মেট্রো সংযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন হতে চলেছে এসপ্ল্যানেড। নতুন রূপে আত্মপ্রকাশ ঘটতে চলেছে সুপার জংশন এসপ্ল্যানেড মেট্রো স্টেশনের। ইতিমধ্যেই স্টেশন তৈরির কাজ শেষ হয়ে গেছে। বাকি কাজও শেষ হবে দ্রুত।
নতুন রূপে আত্মপ্রকাশ এসপ্ল্যানেড মেট্রোর: পিকাডেলি সার্কাস! সে তো লন্ডনে! কিন্তু, কলকাতায় এক টুকরো পিকাডেলি সার্কাস উঠে এলে মন্দ কী? ইস্ট-ওয়েস্ট প্রকল্পে বউবাজার-বিপত্তি না কাটলেও, এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান মেট্রোর পথ প্রস্তুত। সেই সংযোগস্থল – এসপ্ল্যানেড মেট্রো স্টেশনকে দিয়েছে কলকাতার পিকাডেলি সার্কাসের পরিচিতি। নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর অবধি মেট্রো পথে গুরুত্বপূর্ণ স্টেশন এসপ্ল্যানেড। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভের মেট্রো এসে জুড়ছে এখানে। জোকা – ধর্মতলা মেট্রো এসে যুক্ত হচ্ছে এসপ্ল্যানেড স্টেশনেই। এককথায় সুপার জংশন এসপ্ল্যানেড। সেই মেট্রো স্টেশনের কাজ আপাতত শেষের পথে।
advertisement
advertisement
মেট্রো সূত্রে যা জানা গেছে, মাটি থেকে ২৭ মিটার নিচে এই স্টেশনের অবস্থান। দু’দিকে থাকবে প্রবেশ ও প্রস্থান পথ। একটা কে সি দাসের দিকে। অন্যটা কার্জন পার্কের দিকে। টিকিট কাউন্টার হচ্ছে ১৬টি। এসক্যালেটার সংখ্যা ২০। এছাড়াও সিঁড়ি থাকছে ১২টি। ৮টি লিফট থাকছে এই মেট্রো স্টেশনে। মোট প্ল্যাটফর্ম সংখ্যা ৩। ১৬টি AFC গেট থাকবে এই স্টেশনে। থাকছে শৌচাগারের ব্যবস্থা। ইতিমধ্যেই লাইন পাতার কাজ শেষ হয়ে গেছে। বাকি কাজও শেষ হবে দ্রুত।
advertisement
কলকাতায় থেকেই যদি লন্ডনের পিকাডেলি সার্কাসের আস্বাদ উপভোগ করা যায়, তাতে আর মন্দ কী! মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘এসপ্ল্যানেড এমন একটা জায়গা যা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। আর এখান থেকে মেট্রো পথ ব্যবহার করে শহর ও শহরতলি সব জায়গায় ছড়িয়ে পড়া যাবে। সেই ভাবেই এই স্টেশন নির্মাণ করা হয়েছে। আর সকলেই এক টিকিটে যাতায়াত করতে পারবেন। আসছে হোয়াটস অ্যআপে টিকিট।’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
East-West Metro Rail: এক টুকরো লন্ডন এবার কলকাতায়! এসপ্ল্যানেড মেট্রো পাচ্ছে পিকাডেলি সার্কাসের পরিচিতি
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement