East West Metro: চোখের নিমেষে হাওড়া থেকে শিয়ালদহ, ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হলে সময় লাগবে কতক্ষণ?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
বউবাজারে সুড়ঙ্গ তৈরির যাবতীয় প্রতিবন্ধকতাকে জয় করে শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হওয়া আর অল্প কিছু দিনের অপেক্ষা৷
কলকাতা: শহরতলি থেকে এসে শিয়ালদহ স্টেশনে নেমে হাওড়ায় মেল অথবা এক্সপ্রেস ট্রেন ধরতে ছুটতে হয় অনেককেই৷ খাতায় কলমে কয়েক কিলোমিটার পথ হলেও এমজি রোড, বউবাজারের মতো ব্যস্ত রাস্তার যানজট পেরিয়ে শিয়ালদহ থেকে হাওড়া পৌঁছতে কমবেশি এক ঘণ্টা সময় লেগেই যায়৷ ইস্ট ওয়েস্ট মেট্রোর সৌজন্যে এই এক ঘণ্টার রাস্তা পেরোতেই এবার সময় লাগবে মাত্র ১১ মিনিট৷
বউবাজারে সুড়ঙ্গ তৈরির যাবতীয় প্রতিবন্ধকতাকে জয় করে শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হওয়া আর অল্প কিছু দিনের অপেক্ষা৷ এই অংশে মেট্রো চালু হলেই সেক্টর ফাইভ থেকে হাওড়া পর্যন্ত সম্পূর্ণ রুটে ছুটতে পারবে ইস্ট ওয়েস্ট মেট্রো৷ ভুগর্ভস্থ পথে যুক্ত হয়ে যাবে শহরের সবথেকে দুই গুরুত্বপূর্ণ রেল স্টেশন হাওড়া এবং শিয়ালদহ৷ স্বস্তি পাবেন কয়েক লক্ষ যাত্রী৷
advertisement
advertisement
ইন্ডিয়া টুডে- তে প্রকাশিত একটি প্রতিবেদনে মেট্রো রেল কর্তারা দাবি করেছেন, সড়ক পথে যানজট পেরিয়ে হাওড়া এবং শিয়ালদহের মধ্যে যাতায়াতে গড়ে এক ঘণ্টা সময় লাগলেও মেট্রোয় সময় লাগবে মাত্র ১১ মিনিট৷ বলা ভাল, চোখের নিমেষেই এসি মেট্রোয় চেপে হাওড়া থেকে শিয়ালদহের মধ্যে যাতায়াত করতে পারবেন যাত্রীরা৷
advertisement
বউবাজারে সুড়ঙ্গ তৈরির কাজ কার্যত সম্পূর্ণ হওয়ার মুখে৷ এই মুহূর্তে অত্যাধুনিক সিবিটিসি সিগন্যালিং ব্যবস্থায় ট্রেন চালানোর পরিকাঠামো তৈরির কাজ চলছে৷ যাত্রী নিরাপত্তার দিক থেকে এই সিগন্যালিং ব্যবস্থা গোটা বিশ্বের মধ্যে অন্যতম সেরা প্রযুক্তি৷ আগামী সপ্তাহ থেকেই পরীক্ষামূলক ভাবে এই সিগন্যালিং ব্যবস্থায় ট্রেন চালানোর প্রস্তুতি নিতেও শুরু করেছে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিচালনার দায়িত্বে থাকা কেএমআরসিএল৷ এর জন্য ১২ এবং ১৯ জানুয়ারি ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 14, 2025 3:44 AM IST