East West Metro: চোখের নিমেষে হাওড়া থেকে শিয়ালদহ, ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হলে সময় লাগবে কতক্ষণ?

Last Updated:

বউবাজারে সুড়ঙ্গ তৈরির যাবতীয় প্রতিবন্ধকতাকে জয় করে শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হওয়া আর অল্প কিছু দিনের অপেক্ষা৷

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: শহরতলি থেকে এসে শিয়ালদহ স্টেশনে নেমে হাওড়ায় মেল অথবা এক্সপ্রেস ট্রেন ধরতে ছুটতে হয় অনেককেই৷ খাতায় কলমে কয়েক কিলোমিটার পথ হলেও এমজি রোড, বউবাজারের মতো ব্যস্ত রাস্তার যানজট পেরিয়ে শিয়ালদহ থেকে হাওড়া পৌঁছতে কমবেশি এক ঘণ্টা সময় লেগেই যায়৷ ইস্ট ওয়েস্ট মেট্রোর সৌজন্যে এই এক ঘণ্টার রাস্তা পেরোতেই এবার সময় লাগবে মাত্র ১১ মিনিট৷
বউবাজারে সুড়ঙ্গ তৈরির যাবতীয় প্রতিবন্ধকতাকে জয় করে শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো পরিষেবা শুরু হওয়া আর অল্প কিছু দিনের অপেক্ষা৷ এই অংশে মেট্রো চালু হলেই সেক্টর ফাইভ থেকে হাওড়া পর্যন্ত সম্পূর্ণ রুটে ছুটতে পারবে ইস্ট ওয়েস্ট মেট্রো৷ ভুগর্ভস্থ পথে যুক্ত হয়ে যাবে শহরের সবথেকে দুই গুরুত্বপূর্ণ রেল স্টেশন হাওড়া এবং শিয়ালদহ৷ স্বস্তি পাবেন কয়েক লক্ষ যাত্রী৷
advertisement
advertisement
ইন্ডিয়া টুডে- তে প্রকাশিত একটি প্রতিবেদনে মেট্রো রেল কর্তারা দাবি করেছেন, সড়ক পথে যানজট পেরিয়ে হাওড়া এবং শিয়ালদহের মধ্যে যাতায়াতে গড়ে এক ঘণ্টা সময় লাগলেও মেট্রোয় সময় লাগবে মাত্র ১১ মিনিট৷ বলা ভাল, চোখের নিমেষেই এসি মেট্রোয় চেপে হাওড়া থেকে শিয়ালদহের মধ্যে যাতায়াত করতে পারবেন যাত্রীরা৷
advertisement
বউবাজারে সুড়ঙ্গ তৈরির কাজ কার্যত সম্পূর্ণ হওয়ার মুখে৷ এই মুহূর্তে অত্যাধুনিক সিবিটিসি সিগন্যালিং ব্যবস্থায় ট্রেন চালানোর পরিকাঠামো তৈরির কাজ চলছে৷ যাত্রী নিরাপত্তার দিক থেকে এই সিগন্যালিং ব্যবস্থা গোটা বিশ্বের মধ্যে অন্যতম সেরা প্রযুক্তি৷ আগামী সপ্তাহ থেকেই পরীক্ষামূলক ভাবে এই সিগন্যালিং ব্যবস্থায় ট্রেন চালানোর প্রস্তুতি নিতেও শুরু করেছে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিচালনার দায়িত্বে থাকা কেএমআরসিএল৷ এর জন্য ১২ এবং ১৯ জানুয়ারি ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা বন্ধ রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
East West Metro: চোখের নিমেষে হাওড়া থেকে শিয়ালদহ, ইস্ট ওয়েস্ট মেট্রো চালু হলে সময় লাগবে কতক্ষণ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement