এটিকের ন্যাতোকে চায় ইস্টবেঙ্গল

Last Updated:

ইস্টবেঙ্গলের টার্গেটে অফেন্সে ন্যাতো। আইএসএলে টানা ৩ মরসুমে এটিকের মাঝমাঠের বিশ্বস্ত সৈনিক ন্যাতো।

#কলকাতা: ইস্টবেঙ্গলের টার্গেটে অফেন্সে ন্যাতো। আইএসএলে টানা ৩ মরসুমে এটিকের মাঝমাঠের বিশ্বস্ত সৈনিক ন্যাতো। ব্লকারের পাশাপাশি আক্রমণাত্মক মিডিও হিসেবেও সফল। শোনা যাচ্ছে ন্যাতোর জন্য এটিকের ম্যানেজমেন্টের সঙ্গে কথাও বলেছেন লাল-হলুদ কর্তারা। তবে আই লিগ খেলতে তিনি আগ্রহী কি না সেটা পরিষ্কার করে বলেননি ন্যাতো।
ন্যাতোর আর্থিক চাহিদাও একটা ফ্যাক্টর। তবে লাল-হলুদ কর্তারা আশা ছাড়তে নারাজ। কোচ ট্রেভর জেমস মর্গ্যানের তালিকাতেও রয়েছেন তিনি। কারণ মাঝমাঠ ছাড়াও স্টপারেও খেলতে পারেন ন্যাতো। সবমিলিয়ে ওয়েডসনকে সই করিয়ে নেওয়ার পাশাপাশি এবার আরও বড় নামের দিকে ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল।
এদিেক আইএসএলে মুম্বই সিটি এফসি-র শিবিরে যোগ দিলেন সুনীল ছেত্রী। এএফসি কাপের জন্য এতদিন সুনীলদের ছাড়েনি বেঙ্গালুরু এফসি। কিন্তু ফাইনালে ইরাকের এয়ার ফোর্স ক্লাবের বিরুদ্ধে হারের পর আইএসএলের জন্য ফুটবলার ছেড়েছে বেঙ্গালুরু। মুম্বই শিবিরে যোগ দিয়েছেন সুনীল, লিংডোরা। ফোরলান, সনি নর্ডিদের সঙ্গে এবার সুনীল ছেত্রী যোগ দেওয়ায় মুম্বই যে আরও শক্তিশালী হবে, তাতে কোনও সন্দেহ নেই। পরের ম্যাচেই মু্ম্বইয়ের হয়ে মাঠে নামতে পারেন সুনীলরা।
advertisement
বাংলা খবর/ খবর/কলকাতা/
এটিকের ন্যাতোকে চায় ইস্টবেঙ্গল
Next Article
advertisement
IND vs PAK: সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত ! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের ভাইরাল ভিডিওয়
সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত! খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের
  • সূর্যকুমার যাদবের কথা শুনে রীতিমতো অপমানিত !

  • খারাপ লাগা ঝরে পড়ছে প্রতি শব্দে শোয়েব আখতারের

  • দেখুন ভাইরাল ভিডিও

VIEW MORE
advertisement
advertisement