Home /News /kolkata /
ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ বাংলা, উৎপত্তিস্থল অসম

ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা সহ বাংলা, উৎপত্তিস্থল অসম

সোশ্যাল মিডিয়াতে ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়ায় ৷ পালাঘর সংলগ্ন এলাকার প্রায় ৪০টি গ্রামের ১০ হাজার মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন ৷

সোশ্যাল মিডিয়াতে ভূমিকম্পের খবর ছড়িয়ে পড়তেই এলাকাজুড়ে আতঙ্ক ছড়ায় ৷ পালাঘর সংলগ্ন এলাকার প্রায় ৪০টি গ্রামের ১০ হাজার মানুষ বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন ৷

 • Share this:

  #কলকাতা: মৃদু কম্পনে কেঁপে উঠল কলকাতা সহ রাজ্য ৷ ভূমিকম্প উত্তরবঙ্গের একাধিক জেলায় ৷ দার্জিলিং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদহ সহ একাধিক উত্তরের জেলার সঙ্গে কম্পন অনুভূত হয়েছে দক্ষিণেও ৷ কেঁপে ওঠে কলকাতাও ৷ আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসে মানুষ ৷ তবে দক্ষিণবঙ্গের থেকে উত্তরবঙ্গে কম্পনের অনুভূতি হয় অনেক বেশি৷ ভূমিকম্পের আতঙ্ক প্রাণ কাড়ল শিলিগুড়ির এক যুবকের। আতঙ্কে কাঁপলেন বীরভূম, মুর্শিদাবাদবাসীও।

  আরও পড়ুন 

  SBI গ্রাহকদের জন্য সুখবর, ATM থেকে টাকা তোলায় নয়া নীতি

  বুধবার সকাল ১০:২৩ মিনিট নাগাদ কম্পন অনূভূত হয় রাজ্যের বিভিন্ন অংশে ৷ শুধু বাংলা নয় ভূমিকম্প হয়েছে অসমের বিভিন্ন অংশেও ৷ জানা গিয়েছে, উৎপত্তিস্থল অসমের কোকরাঝাড় ৷ ভূপৃষ্ঠের থেকে ১৩ কিমি নীচে ছিল এপি সেন্টার ৷ কম্পন স্থায়ী হয় ২৫-৩০ সেকেন্ড ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪ ৷

  কম্পন অনুভূত হয়েছে বাংলা সহ বিহার, মেঘালয়েও ৷ এছাড়া ভুটান, বাংলাদেশ ও মায়ানমারও কেঁপে ওঠে ভূমিকম্পে ৷

  আরও পড়ুন 

  পুজোর আগেই রাজ্যের সিভিক পুলিশদের জন্য সুখবর সরকারের, বাড়ছে বেতন

  ভূমিকম্পের আতঙ্কে শিলিগুড়িতে মৃত্যু যুবকের। দোতলায় নিজের ঘরে ছিলেন সম্রাট দাস। ভূমিকম্পের সময় আতঙ্কে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে যান। উঠোন পিছল থাকায় পড়ে গিয়ে মাথায় চোট পান সম্রাট। সেবক রোডের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। এছাড়াও ভূমিকম্পে সেবক রোডের একটি বহুতলে ফাটল দেখা দেয়। আরও কয়েকটি বাড়িতেও ফাটল দেখা দিয়েছে বলে খবর।

  শুধু জেলাতেই নয়। কলকাতার বিভিন্ন জায়গাতেই কম্পনে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। তবে কম্পন বেশিক্ষণ স্থায়ী না হলেও আতঙ্কের রেশ  রয়ে গেছে বেশ কিছুক্ষণ।

  First published:

  Tags: Earthquake, Earthquake at Assam, Earthquake at Bengal, Earthquake at Kolkata

  পরবর্তী খবর