সেল্ফ অপারেটেড কম্পিউটার ব্যবহার করেই চলত জালিয়াতি, ই-নাগেটস তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
কলকাতা পুলিশের অভিযানে বাজেয়াপ্ত প্রায় ২০০০ সিম, যা ব্যবহার করে খোলা হয়েছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৷ লালবাজারের তদন্তে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য ৷
অমিত সরকার, কলকাতা: ই-নাগেটস অন লাইন গেম মামলার তদন্তে চাঞ্চল্যকর মোড়। বিদেশে বসেই সেল্ফ অপারেট কম্পিউটার ব্যবহার করেই চলত জালিয়াতি। বুধবার দিনভর শহর কলকাতার পাঁচটি জায়গায় অভিযান চালিয়ে এমনই তথ্য হাতে পেল কলকাতা পুলিশ।
সূত্রের খবর, সল্ট লেকের একটি অফিস থেকেই উদ্ধার প্রায় ১৯৫২টি সিম। একাধিক সেল্ফ অপারেটেড কম্পিউটার, যা সার্ভারের মাধ্যমে পরিচালিত হত বলে দাবি কলকাতা পুলিশের। আর ওই সিম কার্ড ব্যবহার করেই খোলা হয়েছিল ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কী ভাবে হত লেনদেন? পুলিশ সূত্রে দাবি, ওই সিমগুলো ব্যবহার করা হত সিম বক্সে। যার মাধ্যমে সার্ভার সিস্টেমের সাহায্য নিয়ে ওটিপি জেনারেট করে বিভিন্ন অ্যাকাউন্টে লেনদেন চলত বলে তথ্য পাওয়া গিয়েছে। বিদেশে বসেই কেউ বা কারা পুরো প্রক্রিয়া জারি রেখেছিল বলেও দাবি লালবাজারের।
advertisement
advertisement
ইতিমধ্যে এই অন লাইন গেমের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় গ্রেফতার হয়েছে মাস্টার মাইন্ড তথা নাগেটস অন লাইন গেম অ্যাপ ক্রিয়েটর আমির খান। পুলিশ সূত্রে দাবি, যে সিমগুলো বাজেয়াপ্ত করা হয়েছে, সেই সিম প্রতি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে। মিলেছে প্রচুর সংখ্যায় এটিএম কার্ড ও ব্যাঙ্কের নথি। তদন্তকারীদের দাবি, অভিযানে গিয়ে কার্যত অবাক হতে হয় তাদের।
advertisement

একাধিক কম্পিউটার চলছে, সার্ভার চলছে কিন্তু কোনও কর্মী নেই। পুরো টেকনোলজির ওপর ভর করেই বিদেশ থেকে পরিচালনা করা হচ্ছে বলেই দাবি কলকাতা পুলিশের। এই অভিনব প্রক্রিয়া ভাবাচ্ছে তদন্তকারীদের।
গাজিয়াবাদ থেকে আমির ধরা পড়ার পর কলকাতা পুলিশের তরফে প্রায় ১৪ কোটি টাকা মূল্যের বিট কয়েনের সন্ধান পাওয়া যায়। যা বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে ইডিও তদন্ত করতে গিয়ে ক্রিপ্টো কারেন্সির সন্ধান পেয়েছে, যা প্রায় ১৩ কোটি টাকা। তবে এদিন কলকাতা পুলিশের অভিযানে যা উদ্ধার হয়েছে, তা এই তদন্তের অন্যতম বড় সাফল্য বলেই মনে করছে ওয়াকিবহল মহল। এদিন চারজনকে আটক করা হয়েছে বলেও লালবাজার সূত্রে জানা গিয়েছে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 29, 2022 7:12 AM IST