Duttapukur Blast: বিস্ফোরণের পরেই পালিয়েছিল! অবশেষে গ্রেফতার বাজি বিস্ফোরণ কাণ্ডের অন্যতম চক্রী
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
- Written by:Amit Sarkar
Last Updated:
Duttapukur Blast: গতকাল সন্ধ্যায় এয়ারপোর্টের বাইরে ফাঁদ পেতে গোপনে এসটিএফের একটি টিম। অপেক্ষায় ছিল দত্তপুকুর বাজি সরবরাহ চেইনের মূল পাণ্ডা মহম্মদ নজরুল ইসলাম নামক ব্যক্তির
দমদম: দমদম এয়ারপোর্টের বাইরে ওৎ পেতে গোপন খবরের ভিত্তিতে দত্তপুকুর বাজি সরবরাহ কাণ্ডে অন্যতম মূলচক্রীকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। গতকাল সন্ধ্যায় এয়ারপোর্টের বাইরে ফাঁদ পেতে গোপনে এসটিএফের একটি টিম। অপেক্ষায় ছিল দত্তপুকুর বাজি সরবরাহ চেইনের মূল পাণ্ডা মহম্মদ নজরুল ইসলাম নামক ব্যক্তির।
জানা গিয়েছে, দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডের পরেপরেই এলাকা ছেড়ে চেন্নাই চলে গেছিল বারাসত আক্রমপুরের ব্যবসায়ী নজরুল। সেই সঙ্গে মজুত রাখা বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি ও বিস্ফোরক ট্রাকে ট্রাকে ভরে বাইরে পাঠিয়ে দেওয়ারও চেষ্টা করছিল সে। বৃহস্পতিবার সে কলকাতায় ফেরার কথা ছিল।তখনই বিমানবন্দরের বাইরে তাকে গ্রেফতার করা হয়।
advertisement
advertisement
গত ২৯শে আগস্ট এরকমই পাঁচটি ট্রাক আটক করে এসটিএফ, গ্রেফতার হয় দুইজন। তদন্তে নেমে এসটিএফ এর কছে উঠে আসে নজরুলের বিষয়ে বিভিন্ন তথ্য। আপাতত ধৃত নজরুলকে রিমান্ডে নিয়ে চলবে তদন্ত। বিস্ফোরণে নিহত কেরামতদের সঙ্গে নজরুলের সম্পর্ক, যৌথ কারবারী ছিল কিনা ? বিস্ফোরক কোথা থেকে আসত? তৈরি হওয়ার পর কোথায় পাঠানো হত? মুর্শিদাবাদ ছাড়াও আরও অন্য কোনও জায়গায় লিঙ্ক রয়েছে কিনা, তা জানার চেষ্টা করছে এসটিএফ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 01, 2023 9:14 PM IST