INDIA Alliance: বাংলাতে ইন্ডিয়া জোট? সীতারাম বললেন, 'আমরা সবাই এক, রাজ্যভিত্তিক আসন সমঝোতা হবে'

Last Updated:

INDIA Alliance: মুম্বইতে ইন্ডিয়া জোটের শরিকদলগুলি বৈঠক করে। সেই বৈঠকের পরে আসন সমঝোতা নিয়ে মুখ খোলেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি

সীতারাম ইয়েচুরি।
সীতারাম ইয়েচুরি।
মুম্বই: ইন্ডিয়া জোটের শরিক দলগুলির মধ্যে রয়েছে সিপিএম এবং তৃণমূল। তবে এ রাজ্যেও আসন সমঝোতা হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল রাজনৈতিক মহলে। এদিন মুম্বইতে ইন্ডিয়া জোটের শরিকদলগুলি বৈঠক করে। সেই বৈঠকের পরে আসন সমঝোতা নিয়ে মুখ খোলেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, “রাজ্য ভিত্তিক আসন সমঝোতা শুরু হবে। আমরা সবাই এক, এটা নিয়ে কোনও দ্বিমত নেই। দেশের বিভিন্ন প্রান্তে আমরা একাধিক জনসভা করব।”
রাহুল গান্ধি বলেন, “এই মঞ্চ ৬০ শতাংশ দেশের লোককে উপস্থাপনা করছে। তাই সবার এক হওয়া গুরুত্বপূর্ণ। আজ কো-অর্ডিনেশন কমিটির গঠন ও আসন সমঝোতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মোদি ও এক শিল্পপতি ব্যবসায়ীর যোগ বারবার সামনে আসছে। দূর্নীতির যোগসূত্র রচিত হয়েছে।
advertisement
তিনি আরও বলেন, অবশ্যই মত পার্থক্য আছে। কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা বার করা হচ্ছে দ্রুত। চিন ভারতের জমি দখল করেছে। লাদাখের বাসিন্দারা আমাকে জানিয়েছেন। এটা অত্যন্ত লজ্জার লাদাখে কী চলছে। দ্রুত আসন সমঝোতা নিয়ে আলোচনা করে আমরা প্রস্তাব গ্রহণ করব।
advertisement
অরবিন্দ কেজরিওয়াল বলেন, “এই জোট খালি ২৮ রাজনৈতিক দলের নয়। এই জোট দেশের ১৪০ কোটি মানুষের। দেশের একাধিক মানুষ প্রতিদিন দেশ গড়তে এই জোটে যোগ দিচ্ছে। মোদি সরকার দূর্নীতিগ্রস্ত সরকার। বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশ পাচ্ছে দেশের সরকার এক জনের হয়ে কাজ করছে। যে দেশের পয়সা বিদেশে নিয়ে যাচ্ছে। বেকারত্ব বাড়ছে। আর দেশের সরকার এক জনের জন্য কাজ করছে।”
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
INDIA Alliance: বাংলাতে ইন্ডিয়া জোট? সীতারাম বললেন, 'আমরা সবাই এক, রাজ্যভিত্তিক আসন সমঝোতা হবে'
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement