'সবথেকে ক্রুয়েল মুখ্যমন্ত্রী! টাইগার হিলে ছুটি কাটাচ্ছেন অথচ...' মমতাকে নিয়ে এ কী বললেন শুভেন্দু?

Last Updated:

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা করার কথা ছিল, সেই কাজটাই করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী — এমন তোপ দাগলেন তিনি।

News18
News18
advertisement
সূর্যাস্তের পর সমস্ত দোকান বন্ধ করে দিন লকডাউন এর মতো। তা হলে মহিলারা বাড়িতেই থাকবে। দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়ার গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্যবের পরিপ্রেক্ষিতে পাল্টা এমনই কটাক্ষ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ রবিবার নিজের বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে এসে এই মন্তব্য করেন বিরোধী দলনেতা৷
advertisement
‘মুখ্যমন্ত্রী হিসেবে যা করার কথা, তা করছেন বিরোধী দলনেতা’ এই বলে ক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “এই ঘটনা বাংলার লজ্জা। একজন বাঙালি হিসেবে নিজেকে লজ্জিত লাগছে।”
advertisement
ধর্না মঞ্চ থেকে শুভেন্দুর অভিযোগ, মূল অভিযুক্ত এখনও গ্রেফতার হয়নি। যাঁরা ধরা পড়েছেন, তাঁরা তৃণমূলের স্থানীয় নেতা। মুখ্যমন্ত্রীকে ‘সবচেয়ে ক্রুয়েল মুখ্যমন্ত্রী’ আখ্যা দিয়ে শুভেন্দু বলেন, “টাইগার হিলে ছুটি কাটাতে গেছেন মুখ্যমন্ত্রী, অথচ ওই মেয়ের পরিবারের সঙ্গে একবারও কথা বলেননি। আমরা আশা করেছিলাম, উনি সবার আগে গিয়ে ওই মেয়ের সঙ্গে দেখা করবেন। তার পর চাইলে চাটার্ড প্লেনে যেতেন।”
advertisement
বিরোধী দলনেতার দাবি, ডাক্তারদের মুখ বন্ধ রাখতে মুখ্যমন্ত্রীর চাপ রয়েছে। তিনি বলেন, “ওই মেয়েটির শারীরিক অবস্থার খবর ডাক্তারদের মুখ থেকে জানতে চেয়েছিলাম, কিন্তু তাঁদের মুখ খুলতে বারণ করা হয়েছে।”
তিনি আরও জানান, ওড়িশা সফরের পর তিনি নিজে জলেশ্বরে গিয়ে আক্রান্ত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করবেন। শুভেন্দু অধিকারী বলেন, “কোনও মেডিকেল রিপোর্ট পরিবারকে দেওয়া হয়নি। অভয়ার ঘটনার পর এটা আরও এক মর্মান্তিক অধ্যায়। গোটা বাংলা আজ একসুরে বলছে — কন্যা বাঁচাও, বাংলা বাঁচাও।”
advertisement
দুর্গাপুরে বেসরকারি মেডিক্যাল কলেজের পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী৷ বেশি রাতে ছাত্রছাত্রীদের হস্টেলের বাইরে বেরনো নিয়েও সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তিনি৷ এ ক্ষেত্রে বেসরকারি মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষেিরর আরও দায়িত্বশীল হওয়া উচিত বলেও দাবি করেন মমতা৷
মুখ্যমন্ত্রী বলেন, ‘এই ঘটনাকে কেউ সমর্থন করে না৷ আমি পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছি৷ কাউকে রেয়াত করা হবে না৷ বিভিন্ন রাজ্যের ছেলেমেয়েরা যেখানে পড়তে আসে, তাঁদের আমি অনুরোধ করব রাতে না বেরোতে৷ পুলিশ তো জানতে পারে না কে কখন রাতে বেরোচ্ছে৷ কেউ যদি রাত সাড়ে বারোটায় বেরিয়ে কোথাও যায়, পুলিশ তো বাড়িতে বাড়িতে পৌঁছতে পারবে না৷ যে যেখানে যেতে পারে তাঁর অধিকার আছে, কিন্তু হস্টেলের তো একটা নিয়ম থাকে৷ যতদূর জানি জঙ্গলের ভিতরে রাত সাড়ে ১২ টায় এই ঘটনা ঘটেছে৷ নিজেদের নিরাপত্তার বিষয়টি নিজেদেরও খেয়াল রাখতে হবে৷ বেসরকারি মেডিক্যাল কলেজকেও আরও দায়িত্বশীল হতে হবে৷ তিন জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে৷ কী ঘটেছে, তা তদন্তেই জানা যাবে৷’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
'সবথেকে ক্রুয়েল মুখ্যমন্ত্রী! টাইগার হিলে ছুটি কাটাচ্ছেন অথচ...' মমতাকে নিয়ে এ কী বললেন শুভেন্দু?
Next Article
advertisement
৪৮ বছরে প্রথম ভারতীয় 'মিসেস ইউনিভার্স ২০২৫'! বাকিদেরও স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছেন 'শেরি সিং'
৪৮ বছরে প্রথম ভারতীয় 'মিসেস ইউনিভার্স ২০২৫'! বাকিদেরও স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছেন শেরি
  • ৪৮ বছরে প্রথম ভারতীয় হিসেবে শেরি সিং মিসেস ইউনিভার্স ২০২৫-এর মুকুট জিতেছেন.

  • শেরি সিং ১২০ জনেরও বেশি নারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সম্মান অর্জন করেছেন.

  • শেরি সিং-এর ঐতিহাসিক জয় ভারতকে গর্বিত করেছে এবং নারীদের জন্য নতুন মানদণ্ড স্থাপন করেছে.

VIEW MORE
advertisement
advertisement