২১ জুলাইয়ের মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন... সেই অপেক্ষার অবসান! সোমেই নিউটাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মমতা
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Rachana Majumder
Last Updated:
মন্ত্রিসভায় সিদ্ধান্ত হওয়ার পরে গত ২২ অগস্ট দরপত্র আহ্বান করে হিডকো। তাতে আনুমানিক খরচ (এস্টিমেটেড অ্যামাউন্ট) ধার্য করা হয় ২৬১ কোটি ৯৮ লক্ষ ৩০ হাজার ৩০৪ টাকা। দরপত্রে সময়সীমাও ধার্য করে দেওয়া হয়।
কলকাতা: ঘোষণা মতো চলতি মাসেই শিলান্যাস হতে চলেছে দুর্গাঙ্গনের। ২৯ ডিসেম্বর সোমবার নিউটাউনে এই দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এরপরই শুরু হয়ে যাবে কাজ। দিঘায় জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। শিলিগুড়িতে সবচেয়ে বড় মহাকাল মন্দিরের জন্য জমি চিহ্নিত হয়েছে। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে দুর্গাঙ্গন নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মমতা। অগস্টের দ্বিতীয় সপ্তাহে সেই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছিল রাজ্যের মন্ত্রিসভা। জমি চিহ্নিত করা হয়। দরপত্র ডেকে কাজ শুরু করে দেয় হিডকো। সেই দরপত্রের প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। আগামিকাল হবে এর শিলান্যাস।
মন্ত্রিসভায় সিদ্ধান্ত হওয়ার পরে গত ২২ অগস্ট দরপত্র আহ্বান করে হিডকো। তাতে আনুমানিক খরচ (এস্টিমেটেড অ্যামাউন্ট) ধার্য করা হয় ২৬১ কোটি ৯৮ লক্ষ ৩০ হাজার ৩০৪ টাকা। দরপত্রে সময়সীমাও ধার্য করে দেওয়া হয়। তাতে বলা হয়, অঙ্গীকারের দিন থেকে ২৪ মাস অর্থাৎ দু’বছরের মধ্যে দুর্গা অঙ্গন নির্মাণের কাজ শেষ করতে হবে। ইতিমধ্যেই দিঘায় জগন্নাথধামের উদ্বোধন হয়ে গিয়েছে। গত অক্ষয়তৃতীয়ায় সেই মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন মমতা। ঘটনাচক্রে, দিঘার জগন্নাথধাম নির্মাণের ক্ষেত্রেও মূল দায়িত্বে ছিল হিডকো। ‘দুর্গা অঙ্গন’-এর ক্ষেত্রেও তারাই মূল দায়িত্বে।
advertisement
বছর তিন আগে দুর্গাপুজো ইউনেস্কোর ‘ওয়ার্ল্ড ইনট্যানজিবেল হেরিটেজ’ তকমা পাওয়ার পর চলতি বছরের ২১ জুলাই শহিদ দিবসে ধর্মতলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, নিউটাউনে দুর্গাঙ্গন তৈরি হবে। রেপ্লিকা দেখে মনে হচ্ছে কারুকার্য অভাবনীয় হতে চলেছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 28, 2025 12:12 PM IST









