Durga Ratna Award 2023: দুর্গারত্ন পুরস্কার ঘোষণা রাজ্যপালের! চার চারটি ক্লাব পেল সেরার শিরোপা! তালিকায় কারা?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Durga Ratna Award 2023: জনগণের পছন্দের ভিত্তিতে রাজ্যের চারটি মণ্ডপকে সেরার শিরোপা দেওয়া হল এই বছর।
কলকাতা: দুর্গাপুজো বাঙালির প্রাণের পুজো। তবে বর্তমানে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বাঙালির উৎসব এখন বিশ্বের দরবারে জায়গা করে নিয়েছে। আর এই দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রতিবছর শিল্প, ভাবনা, মণ্ডপ সজ্জা, প্রতিমা-সহ বিভিন্ন ক্ষেত্রে যে সমস্ত পুরস্কার দেওয়া হয় ক্লাব ও পুজো কমিটিগুলিকে সেগুলির মধ্যে অন্যতম সেরা পুরস্কার হল বাংলার রাজ্যপালের দ্বারা প্রতিষ্ঠিত দুর্গারত্ন পুরষ্কার।
সবচেয়ে অসামান্য দুর্গা প্যান্ডেলকে স্বীকৃতি দেওয়ার জন্য এই পুরস্কার ঘোষিত হয়। জনগণের পছন্দের ভিত্তিতে রাজ্যের চারটি মণ্ডপকে সেরার শিরোপা দেওয়া হল এই বছর। পুরস্কারের জন্য মতামত জনসাধারণের কাছ থেকে চাওয়া হয়েছিল, যারা রাজভবনের মনোনীত ইমেলে তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছিলেন। পুরষ্কারটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পনসর করেছে এই বছর।
আরও পড়ুন: সেপ্টেম্বর না অক্টোবর…? ২০২৪ -এ কবে হবে মহালয়া? দুর্গাপুজো কবে? জানুন দিনক্ষণ-তারিখ
advertisement
advertisement
চার-চারটি মণ্ডপ পুরস্কার ভাগ করে নিয়েছে:
• টালা প্রত্যয় দুর্গা মণ্ডপ (আলো ও ছায়ার সৃজনশীল ব্যবহার)
• কল্যাণী আইটিআই মণ্ডপ (দৃষ্টি সুখ)
বন্ধুদল স্পোর্টিং ক্লাব, বরানগর (পরিবেশ সচেতনতা)
• নেতাজি কলোনি (নিচু জমি) মণ্ডপ (উদ্ভাবনী থিম)
আরও পড়ুন: সুখবর! দিওয়ালিতে ভারতীয় রেলের বাম্পার গিফট! উৎসবের মরশুমে ছুটবে ২৮৩ স্পেশাল ট্রেন, রইল তালিকা…
advertisement
তালিকায় টালা প্রত্যয় মণ্ডপ আলো ও ছায়ার সৃজনশীল ব্যবহারের জন্য স্বীকৃত হয়েছে। আবার নেতাজি কলোনি মণ্ডপটি তার উদ্ভাবনী থিমের জন্য পুরস্কৃত হয়েছে। একইভাবে কল্যাণী আইটিআই জাঁকজমক শিল্প ভাবনা এবং অপূর্ব দৃশ্যরচনার জন্য স্বীকৃত হয়েছে। আবার বন্ধুদল স্পোর্টিং ক্লাব তার পরিবেশ সচেতনতার জন্য স্বীকৃত হয়েছে।
নগদ ৫ লাখ টাকা পুরস্কার মূল্য (চার বিজয়ী ক্লাব ভাগ করে নেবে) দেওয়া হবে। পুরস্কারের পাশাপাশি বিজয়ী পুজো কমিটিগুলিকে একটি সম্মাননা পত্র ও একটি ফলকও দেওয়া হবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2023 12:32 AM IST