Durga Pujo 2025: পুজো প্যান্ডেলেও বাংলা ও বাঙালির ইস্যু! চালতাবাগানের থিমে বড় চমক
- Reported by:Priti Saha
- news18 bangla
- Published by:Ankita Tripathi
Last Updated:
Durga Pujo 2025: সামনের বছর বিধানসভা নির্বাচন। বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হতে চলেছে বাংলা ও বাঙালি।
কলকাতা: সামনের বছর বিধানসভা নির্বাচন। বিশেষজ্ঞরা মনে করছেন, নির্বাচনে সবচেয়ে বড় ইস্যু হতে চলেছে বাংলা ও বাঙালি। অন্যদিকে সামনেই দুর্গা পুজো এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসবেরও সেই বাংলা ও বাঙালির ইস্যুর আঁচ পড়ল। চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসবের এবারের থিম আমি বাংলায় বলছি।
প্যান্ডেলের পিছনেই দ্বিজেন্দ্রলাল রায়ের বাড়ি। বাংলা ভাষার প্রতি যত্ন তাই প্রতিবেশীদের অনেক বেশি। এছাড়াও পরিযায়ী শ্রমিক যারা বাইরে কাজ করেন তাদের ট্রিবিউট দেওয়া হবে এই প্যান্ডেলের মাধ্যমে। বর্ণমালা দিয়ে সাজানো হবে। প্যান্ডেলের লাইভ মিউজিক হবে। অতুল প্রসাদের লেখা আমি বাংলায় গান গাই গাইবেন শিল্পীরা।
advertisement
advertisement
আরও পড়ুন: আপনি ‘বাঁচবেন ১০০ বছর’! দীর্ঘায়ুর চিহ্ন রয়েছে শরীরেই, এই ৫ লক্ষণ দেখলেই বুঝবেন আয়ু অনেক বেশি
ক্লাবের সাধারণ সম্পাদক মৌসম মুখোপাধ্যায় জানান, যেভাবে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা হেনস্তার শিকার হচ্ছেন। তাদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। চালতা বাগান সর্বজনীন একাশি তম বছরে বাংলা ভাষা এবং বাঙালি জাতির প্রতি শ্রদ্ধা জানাতেই বেশি উদ্যোগী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 10, 2025 8:47 PM IST










