Durga Puja Carnival: শুক্রবারে রেড রোডে পুজো কার্নিভাল! দেখে নিন কোন কোন রাস্তা খোলা বা বন্ধ থাকছে
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
হাতে বাকি দু’দিন। ঝলমলে, রং-রঙিন, বর্ণাঢ্য শোভাযাত্রা...কলকাতার রাজপথ প্রস্তুত হচ্ছে দুর্গাপুজোর কার্নিভালের জন্য। চলতি বছর দুর্গাপুজোর কার্নিভাল ২৭ অক্টোবর।
কলকাতাঃ হাতে বাকি দু’দিন। ঝলমলে, রং-রঙিন, বর্ণাঢ্য শোভাযাত্রা…কলকাতার রাজপথ প্রস্তুত হচ্ছে দুর্গাপুজোর কার্নিভালের জন্য। চলতি বছর দুর্গাপুজোর কার্নিভাল ২৭ অক্টোবর। প্রতিবারের মত মূল মঞ্চের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে, মোতায়ন করা হবে কড়া নিরাপত্তা। একের পর এক সেরা পুজোর মণ্ডপ তাঁদের প্রতিমা নিয়ে হাজির হবে রেড রোডে৷ তবে, এই কার্নিভালের জন্য সাধারণ মানুষদের যেন অসুবিধা না হয় সেটার দিকে নজর রাখছে পুলিশ। ইতিমধ্যে, এই কার্নিভাল প্রসঙ্গে ট্রাফিক নির্দেশিকা দিয়েছে কলকাতা পুলিশ।
নির্দেশিকা অনুসারে, ২৭ অক্টোবর রেড রোডের আশেপাশের একাধিক রাস্তায় নিয়ন্ত্রণ করা হবে যানচলাচল। ২৭ অক্টোবর রাত ১২টা থেকে রেড রোড বন্ধ করে দেওয়া হবে। সকাল ৯টা থেকে ২টো পর্যন্ত সেখানে যানচলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ। এরপর যতক্ষণ না পর্যন্ত কার্নিভাল শেষ হচ্ছে ততক্ষণ রেড রোডে যানচলাচল বন্ধ থাকবে। এই দিনে এজেসি বোস রোডের এক্সাইড মোড় থেকে শুরু করে হেস্টিংস ক্রসিং পর্যন্ত রাস্তাটি দুপুর ১২টা থেকে বিকেল ৩টে পর্যন্ত পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ থাকবে। তার পাশাপাশি লাভার্স লেন, রেড রোড, নিউ রোড, ডাফরিন রোডেও পণ্যবাহী গাড়ি যাতায়াত বন্ধ থাকবে। তবে ৩টের পর এই নিষেধাজ্ঞা উঠে যাবে।
advertisement
advertisement
বিভিন্ন কিছু রাস্তার কথা নির্দেশিকায় বলা আছে যা সাধারণ মানুষ কার্নিভালে আসার জন্য ব্যবহার করতে পারে। এদিন এডেসি বোড রোড, মেয়ো রোড, জহরলাল নেহরু রোড ধরে প্রবেশ করতে পারবেন সাধারণ মানুষ। পাশাপাশি মেট্রোযাত্রীদের ধর্মতলা এবং পার্ক স্ট্রিটে নেমে নির্দিষ্ট রাস্তা দিয়ে রেড রোডে পৌঁছতে হবে। তবে, কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত মেয়ো রোড, হেয়ার স্ট্রিট. ক্যাথিড্রাল রোডে পার্কিং বন্ধ থাকবে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 25, 2023 11:11 AM IST