Durga Puja Carnival 2024: পুজো কার্নিভাল উপলক্ষে বেশি রাত পর্যন্ত চলবে মেট্রো-বাস, মঙ্গলবার পরিবহণ ব্যবস্থা কেমন থাকছে? দেখে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
- Reported by:ABIR GHOSHAL
Last Updated:
আজ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে কার্নিভাল। এখনও পর্যন্ত রেড রোডের কার্নিভালে ৯০টি পুজো অংশগ্রহণ করবে বলেই নবান্ন সূত্রে খবর।
কলকাতা: পুজো কার্নিভাল ঘিরে প্রস্তুতি জোর কদমে রেড রোডে। আজ, মঙ্গলবার অনুষ্ঠিত হবে কার্নিভাল। এখনও পর্যন্ত রেড রোডের কার্নিভালে ৯০টি পুজো অংশগ্রহণ করবে বলেই নবান্ন সূত্রে খবর।
কার্নিভাল স্পেশ্যাল বাস পরিষেবা কেমন থাকবে? দেখে নিন এক নজরে
হাওড়া স্টেশন, ডানলপ, বেহালা, এয়ারপোর্ট, ঠাকুরপুকুর, শিয়ালদহ থেকে। এছাড়া একাধিক রুটে বাস বাড়ানো হচ্ছে। ২ টো এস-৫ বাস চলবে এসপ্ল্যানেড-গড়িয়ার মধ্যে। ২টো এস-১২ বাস চলবে এসপ্ল্যানেড-নিউ টাউনের মধ্যে। ২টো এস-৯এ বাস চলবে এসপ্ল্যানেড-ডানলপের মধ্যে।হাওড়া-গড়িয়ার মধ্যে চলাচল করবে দুটো এস-৭ বাস। একটি এসি-৬ বাস চলবে হাওড়া থেকে ইডেন গার্ডেন্স হয়ে গড়িয়া পর্যন্ত। দু’টি এস-২৪ বাস চলবে এসপ্ল্যানেড-পাটুলির মধ্যে। ২টো ই-১ বাস চলবে এসপ্ল্যানেড-যাদবপুরের মধ্যে। এস-১০ নম্বরের ২টো বাস চলবে এয়ারপোর্ট থেকে নবান্ন পর্যন্ত। ১টা এস-১২ডি বাস চালানো হবে এসপ্ল্যানেড থেকে ঠাকুরপুকুরের মধ্যে। আমতলা থেকে এসপ্ল্যানেডের মধ্যে ২টো এসি-৫২ বাস চালু থাকবে ওই সময়ে।
advertisement
advertisement
এসপ্ল্যানেড-গড়িয়ার মধ্যে ২টো এসি-৫ বাস চালানো হবে। এসপ্ল্যানেড থেকে বেহালা পর্ণশ্রী পর্যন্ত ১টা ই-৪ বাস চালানো হবে। এছাড়াও রাস্তায় ট্যাক্সি, অ্যাপ-ক্যাব, বাইক ট্যাক্সি থাকবে। এসপ্ল্যানেড, এয়ারপোর্ট, ডানলপ, যাদবপুর, হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন, বালিগঞ্জ স্টেশনে যাতায়াতের জন্য। ভেসেল রাত পর্যন্ত চালানোর পরিকল্পনা। বাবুঘাট, ফেয়ারলি, শিপিং, মিলেনিয়াম জেটিতে ভেসেলের সংখ্যাও বাড়বে।
advertisement
আজ, মঙ্গলবার দক্ষিণেশ্বর থেকে রাতের অন্তিম মেট্রো কবি সুভাষের উদ্দেশে ছাড়বে রাত ১০টা ৪৮ মিনিটে। আর দমদম থেকে কবি সুভাষ অভিমুখে অন্তিম ট্রেন ছাড়বে রাত ১১টায়। একই ভাবে, কবি সুভাষ থেকে দমদমের উদ্দেশেও শেষ ট্রেন ছাড়বে ১১টায়। আর দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে ১০টা ৪০ মিনিটে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 15, 2024 9:43 AM IST