ভরা শ্রাবণেই ডারউইন ও তাইওয়ানে পাড়ি দিচ্ছে কুমোরটুলির দুর্গাপ্রতিমা

Last Updated:
#কলকাতা: সারাদিন ধরে প্যাচপ্যাচে বৃষ্টি থেকে খানিক স্বস্তি ৷ সকাল গড়িয়ে দিনটা দুপুরে রং নিতেই ঝকঝকে সোনালি রোদ ৷ নীল আকাশের কোলে পেজা তুলোর আনাগোনা ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ৷ এখনও বর্ষারানি বিদায় নেয়নি, তার আগেই শরতে ছোঁয়া মিশেছে প্রকৃতির রং-রূপে ৷ পুজো পুজো আমেজ সেভাবে শুরু না হলেও, কুমোরটুলিতে কিন্তু প্রস্তুতি তুঙ্গে ৷ বাঁশ পড়েছে কলকাতার বিভিন্ন বড় পুজো মণ্ডপে ৷ আবার কোথাও সবে পুজোর প্ল্যানিং ঝালিয়ে নেওয়ার ফাইনাল টাচ চলছে ৷
পুজো আসতে এখনও দু’মাস বাকি ৷ পুজো নিয়ে ব্যস্ততা এখনও সেভাবে শুরু হয়নি ৷ তবে, মা দুর্গা তাঁর ছেলেপুলেকে নিয়ে তৈরি ৷ রওনা দেবেন বিদেশে ৷ প্রতিমা শিল্পী কৌশিক ঘোষ এবং তাঁর সহযোগী কারিগরদের হাতের নিপুণ ছোঁয়ায় রূপ পেয়েছে ফাইবারের দুর্গা প্রতিমা ৷ সঙ্গে রয়েছেন লক্ষ্মী, সরস্বতী, গণেশ ও কার্তিকও ৷ গত কয়েক মাসের অক্লান্ত পরিশ্রমে দুর্গা প্রতিমা অপরূপ রূপে সাজিয়ে তুলেছেন কৌশিকবাবু ৷
advertisement
advertisement
তিনি জানালেন, এই মুহূর্তে তাঁর স্টুডিওতে এক্কেবারে প্রস্তুত রয়েছে দু’টি দুর্গা প্রতিমা ৷ একটি প্রতিমা যাচ্ছে ডারউইনে ৷ অন্যটি যাচ্ছে তাইওয়ানে ৷ এবারই তাইওয়ানের কয়েক ঘর বাঙালি দুর্গাপুজো শুরু করতে চলেছন ৷ এর আগে তাঁরা পুজো করতেন ফটোতেই ৷ এবার তাঁরা মনস্থির করেন যে প্রতিমাতেই পুজো হবে ৷ সেই কারণেই যোগাযোগ করা হয় কুমোরটুলিতে ৷
advertisement
22
ফাইবারের এই প্রতিমা যাচ্ছে তাইওয়ানে ৷ ছবি: সৌরভ সাহা ৷
বিদেশের মাটিতে পুজো একটা অন্যরকম বিষয় ৷ শিল্পী আরও জানালেন, কলকাতার মতো জাঁকের সঙ্গে সেখানে হয়তো দুর্গাপুজো হয় না ৷ তবে ওখানে রয়েছে আন্তরিকতার ছোঁয়া ৷ পুজোর কটাদিন একসঙ্গে মায়ের পুজোয় ব্রতী হওয়া, একসঙ্গে পাত পেড়ে ভোগ আর সাংস্কৃতিক অনুষ্ঠান, এক্কেবারে ঘরোয়া পরিবেশে পুজোতে মেতে ওঠেন প্রবাসী বাঙালিরা ৷ আর সেই কারণে তাঁরা বরাবরই সনাতনী দুর্গামূর্তিকেই প্রাধান্য দিয়ে আসেন ৷ যেহেতু এতটা পথ পাড়ি দেয় দুর্গামূর্তি, সেই কারণে ওজন যতোটা সম্ভব কম করা হয় ৷ একচালার দুর্গামূর্তিটির ওজন ২০ থেকে ২৫ কিলোগ্রাম ৷ এরপর প্রতিমাগুলিকে বাক্সবন্দি করলে আরও কিছুটা ওজন বাড়ে ৷ তবে, ফাইবারের প্রতিমার সুবিধে প্রচুর ৷ ওজন মাটি দিয়ে তৈরি প্রতিমার মতো ওতোটা বেশি নয় ৷ সেই কারণে এ দেশ থেকে বিদেশে নিয়ে যেতে বেশ সুবিধে ৷ একই সঙ্গে রংও বেশ কয়েকবছর একইরকম রাখা যায় ৷
advertisement
23
চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ৷ ছবি: সৌরভ সাহা ৷
তবে, এই বছরই আরও কয়েকটি দেশে পাড়ি দিয়েছে দেবীপ্রতিমা ৷ বিদেশে মাটিতে পুজো উদ্যোক্তারা আগেভাগেই দেবীপ্রতিমাকে নিয়ে গিয়েছেন ৷ শেষ মুহূর্তে যাতে কোনপ্রকার অসুবিধে না হয় ৷ সেই কারণেই এতোটা তৎপরতা ৷
advertisement
ভিডিও : সৌরভ সাহা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
ভরা শ্রাবণেই ডারউইন ও তাইওয়ানে পাড়ি দিচ্ছে কুমোরটুলির দুর্গাপ্রতিমা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement