দুর্গাপুজো বিসর্জন মামলায় অব্যাহত জটিলতা

Last Updated:

দুর্গাপুজো বিসর্জন মামলায় অব্যাহত জটিলতা

#কলকাতা: বহাল রইল বিসর্জন নিয়ে ধন্দ ও ধোঁয়াশা ৷ কলকাতা হাইকোর্টে বিসর্জন মামলার রায় হল না আজও। মামলা থেকে অব্যহতি চাইলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীতা মাত্রে।
আজও বিসর্জন মামলার রায় হল না। মামলাকারীদের হাজারো প্রশ্নবাণে অসন্তুষ্ট বিচারপতিরা জানিয়ে দেন, এই মামলায় আরও শুনানির প্রয়োজন। সোমবারই অবসর নিলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীতা মাত্রে। তাই এই মামলা থেকে অব্যহতি চাইলেন তিনি। বুধবার রাকেশ তিওয়ারি ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্ব নিয়ে মামলার শুনানির দিন ঠিক করবেন।
সোমবার আদালতে রাজ্য জানায়, দশমীর দিন রাত দশটা পর্যন্ত ঘাটে পৌঁছতে পারলেই বিসর্জন দেওয়া যাবে। সন্ধে ৬ টার বদলে সময় বাড়িয়ে রাত দশটা করার কথা আগেরদিনই ঘোষণা করা হয়েছে । কিন্তু সময় পরিবর্তনের পরও পাল্টা বেশ কিছু প্রশ্ন তোলেন মামলাকারীরা। আরও শুনানির প্রয়োজন বলে মনে করেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ ।
advertisement
advertisement
পুজো ও মহরমে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার উদ্দেশ্যে একাদশীর দিন বিসর্জন বন্ধ রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গতবারের মতো এবারও মহরমের দিন বিসর্জন হবে না। পরিবর্তে লক্ষ্মীপুজোর আগের দিন পর্যন্ত বিসর্জন চলবে।
৩০ সেপ্টেম্বর বিজয়া দশমী ৷ এর আগে রাজ্য সরকার জানায়, ওইদিন সন্ধে ৬ পর্যন্ত বিসর্জন দেওয়া যাবে ৷ পঞ্জিকামতে বিসর্জনের সময় আরও বাড়ানোর জন্য আবেদন জানান বহু বাড়ির পুজো সহ বারোয়ারি পুজোর উদ্যোক্তারা ৷ সেই আবেদন মেনেই বিসর্জনের সময় বাড়িয়ে রাত ১০টা করে রাজ্য সরকার ৷
advertisement
অন্যদিকে, বিসর্জনের সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা হয়। মামলাকারী আবেদন করেন,
- দশমীর রাত ১টা ৩৬ পর্যন্ত বিসর্জনের সময়সীমা বাড়ানো হোক
- একাদশীর দিন অর্থাৎ মহরমের দিনও বিসর্জনের অনুমতি দেওয়া হোক
আর্জি শুনে ১৫ সেপ্টেম্বরের শুনানিতে বিসর্জনের সময় রাত ১টা ৩৬ পর্যন্ত বাড়ানো যায় কিনা রাজ্য সরকারকে তা খতিয়ে দেখার নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ৷ একইসঙ্গে বিচারপতি নিশীতা মাত্রের পুলিশ প্রসাশনের সামনে একটি প্রশ্ন রাখেন,
advertisement
মুম্বইতে গণেশপুজো-মহরমের মিছিল একসঙ্গে হতে পারে ৷ মুম্বই পুলিশ পারলে আপনারা কেন পারবেন না?
এতদসত্ত্বেও এদিনও বিসর্জনের সময় নিয়ে বিতর্কের কোনও সমাধান বেরোল না ৷ আপাতত দশমীর দিন বিসর্জনের সময়সীমা রাত দশটা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
দুর্গাপুজো বিসর্জন মামলায় অব্যাহত জটিলতা
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement