Dumdum To Nagerbazar Traffic: বাস-অটো-টোটোর চাপ, বেহাল ট্রাফিক ব্যবস্থায় নাজেহাল পথচারীরা, প্রাণ হাতে নিয়ে যাতায়াত
- Published by:Pooja Basu
- Reported by:Sudipta Sen
Last Updated:
উৎসবের দিনগুলোতে রাস্তার উপর বাড়তি চাপ বাড়লে টোটো চালকরা লাঠি হাতে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করেন!
দমদম: দমদম স্টেশন থেকে বেরিয়ে এসে নাগেরবাজার যাওয়ার রাস্তা এবং নাগেরবাজার থেকে শ্যামবাজার যাওয়ার রাস্তায় ট্রাফিকের বেহাল দশা। সারাদিন ধরেই চলে ঝুঁকির পারাপার। পর্যাপ্ত ট্রাফিক পুলিশ যেমন নেই, তেমনই ট্রাফিক সিগন্যালিং ব্যবস্থাও সেখানে নেই৷ কাজেই দুর্ঘটনা নিত্য দিনের সঙ্গী।একটি ট্রাফিক কিয়স্ক রয়েছে। সেখানে দিনের বেশির ভাগ সময়ই ট্রাফিক পুলিশের দেখা মেলে না। কখনও কখনও একাধিক ট্রাফিক পুলিশ থাকলেও তারা কিয়স্কের পাশে এক জায়গায় দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ পথ চলতি মানুষের।
বেলা বাড়তেই অটো, বাস ও অন্য যানবাহনের ভিড় বাড়ে। অটো স্ট্যান্ড থাকায় বাড়তি চাপ রয়েছে রাস্তার উপর। মেট্রো এবং রেল স্টেশন থেকে প্রায় সবসময়ই লোক এসে অটো ধরেন৷ তাতে রাস্তার পারাপারের সমস্যা হয়। নিয়ম না মেনেই পর্যাপ্ত ট্রাফিকের অভাবে চোখ এড়িয়ে ভুল টার্নিং করেন টোটো এবং অটো চালকেরা।
পথ চলতি মানুষ, স্কুলের পথে ছাত্রছাত্রীদের যাতায়াতের চরম অসুবিধে হয় এর ফলে। পথ চলতি মানুষের অভিযোগ, একদিকে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ না থাকা ও অন্যদিকে সিগন্যালিং ব্যবস্থা না থাকায় চলতে অসুবিধে হয়। যে কোনও মুহূর্তেই ঘটে যেতে পারে চরম দুর্ঘটনা। ফুটপাতের মধ্যে সারি দিয়ে সাজান স্ট্রিট ফুডের দোকান। যাতায়াতের সমস্যা যেমন রয়েছে তেমনই ট্রাফিক ব্যবস্থার বেহাল দশায় রোজ প্রাণের ঝুঁকি নিয়েই করতে হচ্ছে চলাফেরা।
advertisement
advertisement
উৎসবের দিনগুলোতে রাস্তার উপর বাড়তি চাপ বাড়লে টোটো চালকরা লাঠি হাতে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করেন! এছাড়াও দু-পাশ দিয়ে রাস্তা থাকায় এবং ট্রাফিক ব্যবস্থা না থাকায় যে কোনও সময় যে দুর্ঘটনা ঘটে যায় এমনই জনাচ্ছেন এক পথচালক।
advertisement
এছাড়াও সন্ধের দিকে মাঝে মাঝে সিভিক ভলেন্টিয়ার দিয়েও ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। তবুও দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হচ্ছে না। এলাকার মানুষ প্রশাসনকে জানালেও প্রশাসন কোনও ভূমিকা নেয়নি বলেই ক্ষোভ উগড়ে দিলেন স্থানিয়রা। কবে হাল ফিরবে ট্রাফিক ব্যবস্থার সেদিকেই তাকেই দমদমবাসী।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 03, 2025 4:04 PM IST
