মেরামতের জন্য আগামী চারদিন বন্ধ থাকবে সাঁতরাগাছি ব্রিজ
Last Updated:
#কলকাতা: ফের বন্ধ হচ্ছে সাঁতরাগাছি ব্রিজ ৷ আগামী ৮ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে সাঁতরাগাছি ব্রিজ ৷
সূত্রের খবর, সাঁতরাগাছি ব্রিজ নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল ৷ ব্রিজের বেশ কিছু অংশই বিপজ্জনক অবস্থায় রয়েছে ৷ তাই মেরামতির জন্য চারদিন সাঁতরাগাছি ব্রিজ বন্ধ থাকবে ৷
আরও পড়ুন: আগুনে নষ্ট দেড় কোটি টাকার ওষুধ, সমাধানে চেয়ে স্বাস্থ্য ভবনের দ্বারস্থ কলকাতা মেডিক্যাল কলেজ
advertisement
দূরপাল্লার বাস এবং পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ থাকবে ৷ ছোট গাড়ি ও কিছু স্থানীয় রুটের বাস চলবে ৷ এর পাশাপাশি বেশ কিছু গাড়ি এবং বাসের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে ৷ পণ্যবাহী গাড়ি ও দূরপাল্লার বাস চলবে ঘুরপথে ৷ অন্যদিকে, সাঁতরাগাছি ব্রিজের পরিবর্তে আন্দুল রোড ও হাওড়া-আমতা রোড দিয়ে চলবে বাস ৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 06, 2019 6:31 PM IST