ভোটের কারণে রাস্তায় অমিল বাস, ওলা-উবেরকে সারচার্জ কমানোর অনুরোধ পরিবহন দফতরের
Last Updated:
#কলকাতা: ষষ্ঠ দফা থেকে শিক্ষা। শেষ দফার ভোটে আরও কড়া হচ্ছে কমিশন। সব বুথে থাকছে কেন্দ্রীয় বাহিনী। বুথের ২০০ মিটার পর্যন্ত ১৪৪ ধারা। বাড়ানো হয়েছে কুইক রেসপন্স টিমের সংখ্যাও। আজ শনিবার এবং আগামিকাল রবিবার কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় সরকারি ও বেসরকারি বাস থাকবে না ৷ যাত্রীদের সমস্যার কথা ভেবে ওলা এবং উবের অ্যাপ চালকদের সারচার্জ কমিয়ে গাড়ি চালানোর অনুরোধ জানানো হয়েছে রাজ্যের পরিবহন দফতরের তরফে ৷ তবে বাসের সংখ্যা কম হলেও রবিবার সন্ধের পর শিয়ালদহ থেকে অতিরিক্ত ট্রেন চলবে ৷
রবিবার শেষ দফার ভোট। নির্বাচন রয়েছে,
- কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, যাদবপুর, দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে
advertisement
- উপ নির্বাচন রয়েছে ভাটপাড়া বিধানসভাতেও
গত ছ’দফায় বিক্ষিপ্ত অশান্তির ছবি মুছে শেষ দফায় আরও কড়া কমিশন।
ভোটের শেষ লগ্নে সব বূুথে কেন্দ্রীয় বাহিনীর ব্যবস্থা কমিশনের।
advertisement
- ৯ কেন্দ্রে মোট বুথ ১৭ হাজার ৫৮
- শেষ দফায় ১০০% বুথেই থাকছে কেন্দ্রীয় বাহিনী
- থাকবে মোট ৭১০ কোম্পানি বাহিনী
- কলকাতা দুই কেন্দ্রে মোট ১৪৭ কোম্পানি বাহিনী মোতায়েন
বাড়ছে কুইক রেসপন্স টিমও।
- থাকছে ৪৬১ কুইক রেসপন্স টিম
- কলকাতায় কুইক রেসপন্স টিম ১৭৮
- কিউআরটি-কে ৫ থেকে ৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছতে নির্দেশ
advertisement
- কিউআরটি-র নেতৃত্বে কেন্দ্রীয় বাহিনীর অফিসার
- পথ দেখাতে থাকবেন রাজ্য পুলিশের এক কর্মী
- অ্যাপে জানা যাবে কিআরটি-র অবস্থান ও গতিবিধি
- প্রতিটি থানায় ২ কিআরটি
- উত্তর কলকাতা কেন্দ্রে প্রয়োজনে কিআরটি-র সংখ্যা বাড়ানো হতে পারে
- নিরাপত্তায় থাকবে রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনীও
সপ্তম দফায় নয়া কৌশল বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবের। একশো মিটার থেকে বাড়ানো হয়েছে বুথের বাইরে ১৪৪ ধারার পরিধি।
advertisement
- বুথের ২০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে
- ২০০ মিটারের মধ্যে জমায়েত বা কোনও অস্থায়ী ক্যাম্প নয়
- বুথের ২০০ মিটারের মধ্যে ক্লাব থাকলে তা বন্ধ রাখতে হবে
-৯ কেন্দ্রের ৬৪ শতাংশ বুথে ভিডিওগ্রাফি, সিসিটিভি নজরদারি, ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা
- বহিরাগতদের আটকাতে নাকা চেকিং ও হোটেলে তল্লাশি
- ৭২ ঘণ্টা সিল করা হয়েছে বসিরহাট-বাংলাদেশ সীমান্ত
advertisement
- শনিবার রাত আটটা থেকে কাল রাত আটটা পর্যন্ত ফেরি সার্ভিস বন্ধ
সপ্তম দফার ভোটের নিরাপত্তা নিয়ে সিইও আরিজ আফতাবকে ফোন করেন উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈন। পর্যাপ্ত ব্যবস্থার কথা জানিয়েছেন বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকও।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 18, 2019 4:27 PM IST