Duare Sarkar: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট খবর, এবার আরও বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা!

Last Updated:

Duare Sarkar: নবান্ন সূত্রে আরও খবর, এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ ৬৩ হাজার ৪৭৪ টি লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন নানা ত্রুটির জন্য অনুমোদন করা যায়নি।

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় খবর
লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় খবর
কলকাতা: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় নির্দেশ দিয়েছে নবান্ন। ফেলে রাখা যাবে না কোনও আবেদন পত্র৷ দ্রুত নিষ্পত্তি করতে হবে যাবতীয় সমস্যার৷ এর আগে মন্ত্রিসভা নিয়ে বৈঠকে স্পষ্ট বার্তা দিলেন মুখ্য সচিব৷ একই সঙ্গে তাঁর নির্দেশ, মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই যাবতীয় কাজ শেষ করে ফেলতে হবে৷ অর্থাৎ পঞ্চায়েত ভোটের আগেই সরকারি প্রকল্পের সুবিধা প্রদানে তৎপর হয়েছে প্রশাসন। এবার এই প্রকল্পের সুবিধা আরও ১০ লক্ষেরও বেশি মহিলা পেতে চলেছেন বলে নবান্ন সূত্রে খবর।
এখন রাজ্যজুড়ে লক্ষ্মীর ভাণ্ডার থেকে অর্থ পাচ্ছেন প্রায় ১ কোটি ৮৮ লক্ষ মহিলা। এমতাবস্থায়, নতুন করে আরও ১০ লক্ষেরও বেশি মহিলা এই প্রকল্পে যুক্ত হওয়ার পর এই সংখ্যা বেড়ে দাঁড়াবে প্রায় ১ লক্ষ ৯৮ হাজারে।
advertisement
advertisement
নবান্ন সূত্রে আরও খবর, এখনও পর্যন্ত প্রায় ২ লক্ষ ৬৩ হাজার ৪৭৪ টি লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন নানা ত্রুটির জন্য অনুমোদন করা যায়নি। এর মধ্যে জাতিগত শংসাপত্রের ত্রুটির কারণে অনুমোদন করা যায়নি ১৪ হাজার ৫৪৫ টি আবেদন। জেলাশাসকদের চিঠি পাঠিয়ে দ্রুত এই নথিগত ত্রুটি সংশোধনের নির্দেশ দিয়েছে রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতর। আগামী বুধবার নবান্নে সব দফতরকে নিয়ে এক পর্যালোচনা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠকেই মুখ্যমন্ত্রীর কাছে এই প্রকল্পের নতুন তথ্য তুলে ধরা হবে।
advertisement
শুধু তাই নয়, ওই দিনই মুখ্যমন্ত্রী নতুন উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর সূচনাও করতে পারেন বলে জানা গিয়েছে। অন্যদিকে, নবান্ন সূত্রে খবর, গত বুধবারই জেলাশাসক, বিডিও, এসডিওদের উপস্থিতিতেই মুখ্যসচিব নির্দেশ দেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহের পরে যেন আর কোনও কাজ পড়ে না থাকে। দুয়ারে সরকার নিয়ে বুধবার মুখ্যসচিব প্রায় দেড় ঘণ্টা জেলাশাসক, বিডিও, এসডিও-দের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি, মুখ্যসচিব নির্দেশ দেন, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যে সমস্ত অভিযোগগুলি হয়েছে, অবিলম্বে তার দ্রুত নিষ্পত্তি করতে হবে। বিশেষত, দুয়ারে সরকার শুরু হওয়ার পরপরই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এখনও পর্যন্ত প্রায় তিন লক্ষ অভিযোগের নিষ্পত্তি বাকি রয়েছে বলে সূত্রের খবর। সেই সমস্যার দূরীকরণ যাতে দ্রুত করে দেওয়া হয়, তা নিশ্চিত করতে জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব৷ তেমনটাই খবর নবান্ন সূত্রের। প্রসঙ্গত, সোমবারই শেষ হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পগুলোর মাধ্যমে আবেদন পত্র নেওয়ার কাজ।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Duare Sarkar: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট খবর, এবার আরও বেশি মহিলার অ্যাকাউন্টে ঢুকবে টাকা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement