Duare Ration| Mamata Banerjee|| গৃহস্থের স্বস্তি! ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে শুরু হতে চলেছে দুয়ারে রেশন
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Duare Ration: ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে শুরু হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প। প্রত্যেকটি জেলার ৫ থেকে ১৫ শতাংশ রেশন, ডিলাররা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন।
#কলকাতা: ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক ভাবে শুরু হতে চলেছে দুয়ারে রেশন প্রকল্প। প্রত্যেকটি জেলার ৫ থেকে ১৫ শতাংশ রেশন, ডিলাররা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু করবেন। আপাতত পরীক্ষামূলক হিসেবেই এই প্রক্রিয়া শুরু করা হবে ডিলারদের মাধ্যমে। এ জন্য রেশন ডিলারদের সর্বোচ্চ ১ লক্ষ টাকা গাড়ি কেনার ভর্তুকি দেবে রাজ্য খাদ্য দফতর।
ই পস (E-POS) মেশিন নিয়ে ডিলাররা বাড়িতে বাড়িতে যাবেন রেশন পৌঁছে দেওয়ার জন্য। ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে বাড়িতে বাড়িতে রেশন পৌঁছনোর পরীক্ষামূলক পদ্ধতি। কারণ এই প্রক্রিয়া শুরু হওয়ার পরে রাজ্যের মানুষের কী ফিডব্যাক বা প্রতিক্রিয়া, তা দেখতে চাইছে রাজ্য খাদ্য দফতর। তারপরেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, নভেম্বরের গোড়ার দিকেই যাতে প্রত্যেকটি জেলার ৭০ থেকে ৮০ শতাংশ বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যায়, তা টার্গেট করছে রাজ্য খাদ্য দফতর। আজ শুক্রবার খাদ্য দফতরের সচিব এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, রাজ্যের প্রত্যেকটি জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন দুয়ারে রেশন প্রকল্পের পরীক্ষামূলক বাস্তবায়ন প্রসঙ্গে। তাতেই এই প্রস্তুতির কথা জানানো হয় বলে সূত্রের খবর।
advertisement
advertisement
প্রসঙ্গত, দুয়ারে রেশন প্রকল্পের ট্রায়াল শুরুর কথা ছিল ১ সেপ্টেম্বর থেকে। কিন্তু পর্যাপ্ত পরিকাঠামোর অভাবে সেই ট্রায়াল নির্দিষ্ট দিনে শুরু করা যাচ্ছে না বলে খাদ্য দফতরকে (Food & Supplies Department) জানিয়ে দেয় রেশন ডিলাররা। আরও ১৫ দিন পিছিয়ে এই কাজ শুরু করা যেতে পারে বলে ডিলারদের সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। সেক্ষেত্রে তা শুরু হবে ১৫ সেপ্টেম্বরে।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Aug 27, 2021 10:57 PM IST






