চুড়িদারের প্যাকেটে বিদেশে মাদক পাচার, বিমানবন্দরে ধরা পড়ল আড়াই কোটি টাকার ড্রাগস

নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

এবার চুড়িদারের প্যাকেটে মাদক পাচার। বিদেশে পাচারের সময় কলকাতা বিমানবন্দরে ধরা পড়ল আড়াই কোটি টাকার মাদক।

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: এবার চুড়িদারের প্যাকেটে মাদক পাচার। বিদেশে পাচারের সময় কলকাতা বিমানবন্দরে ধরা পড়ল আড়াই কোটি টাকার মাদক।

    আরও পড়ুন: মার্কিন সংবাদপত্র দফতরে গুলিবৃষ্টি, হত অন্তত ৫এদিন যে মাদক ধরা পড়েছে, তা অনেকটাই নতুন। নাম মেথাকুয়ালোন। মাদকের সাইকো ড্রাগ হিসেবে পরিচিত মেথাকুয়োলোন। চেন্নাই থেকে ট্রেনে মাদক নিয়ে হাওড়া আসে ধৃতরা। মালয়েশিয়ায় মাদক পাচারের ছক ছিল। মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার মতো দেশে এই মাদক দারুন জনপ্রিয়। বৃহস্পতিবারের ঘটনায় ২ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

    আরও পড়ুন: ব্যাঙ্ক ম্যানেজার সেজে Paytm থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

    অন্যদিকে, বৃহস্পতিবারই কলকাতায় নিষিদ্ধ মাদকচক্রের হদিশ মিলল। চক্রে জড়িত ম্যানেজমেন্ট ও ইঞ্জিনিয়ারিংয়ের মেধাবী ছাত্ররা। তিন ছাত্রকেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অনলাইনে চলত মাদক কেনা-বেচা। উদ্ধার কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ বিদেশি মাদক। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

    আরও পড়ুন: মাদক চক্রে ধৃত ইঞ্জিনিয়ারিংয়ের ৩ ছাত্র, উদ্ধার লক্ষাধিক টাকার নিষিদ্ধ বিদেশি মাদক

    First published:

    Tags: Drugs, Drugs Smuggling