#কলকাতা: এবার চুড়িদারের প্যাকেটে মাদক পাচার। বিদেশে পাচারের সময় কলকাতা বিমানবন্দরে ধরা পড়ল আড়াই কোটি টাকার মাদক।
আরও পড়ুন: মার্কিন সংবাদপত্র দফতরে গুলিবৃষ্টি, হত অন্তত ৫
আরও পড়ুন: ব্যাঙ্ক ম্যানেজার সেজে Paytm থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
অন্যদিকে, বৃহস্পতিবারই কলকাতায় নিষিদ্ধ মাদকচক্রের হদিশ মিলল। চক্রে জড়িত ম্যানেজমেন্ট ও ইঞ্জিনিয়ারিংয়ের মেধাবী ছাত্ররা। তিন ছাত্রকেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। অনলাইনে চলত মাদক কেনা-বেচা। উদ্ধার কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ বিদেশি মাদক। ধৃতদের ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন: মাদক চক্রে ধৃত ইঞ্জিনিয়ারিংয়ের ৩ ছাত্র, উদ্ধার লক্ষাধিক টাকার নিষিদ্ধ বিদেশি মাদক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Drugs, Drugs Smuggling