ব্যাঙ্ক ম্যানেজার সেজে Paytm থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
Last Updated:
ব্যাঙ্ক ম্যানেজার সেজে পেটিএম থেকে ১ লক্ষ পঁচিশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।
#সোনারপুর: ব্যাঙ্ক ম্যানেজার সেজে পেটিএম থেকে ১ লক্ষ পঁচিশ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। সোনারপুরের এক মহিলার সঙ্গে প্রতারণার অভিযোগে ঝাড়খণ্ডের নারায়ণপুর থেকে দু'জনকে গ্রেফতার করল সিআইডির সাইবার সেল। ধৃতেরা যুগল মাহাত ও সুরেশ মণ্ডল।
অভিযোগ, সোনারপুরের একটি রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে ফোন করা হয় পেশায় নার্স সুপর্ণা বাগকে। এটিএম কার্ডের বিস্তারিত তথ্য ও আধার নম্বর জানতে চাওয়া হয়। সুপর্ণা ফাঁদে পা দিয়ে সমস্ত তথ্য দিয়ে দেন। এরপরই পেটিএমের সঙ্গে আধারকার্ডের তথ্য লিঙ্ক করিয়ে টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা।
advertisement
advertisement
সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই নার্স। এরপরই সিআইডি সাইবার সেল ঘটনার তদন্তে নামে। পেটিএমের মাধ্যমে অভিযোগকারী মহিলার পঞ্চাশ হাজার টাকা ফেরতও পেয়ে গিয়েছেন। অন্য কেউ এই চক্রে জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে।
view commentsLocation :
First Published :
June 28, 2018 8:39 PM IST

