KMC: কলকাতার 'এইসব' জায়গায় শনিবার বন্ধ পানীয় জল পরিষেবা, স্বাভাবিক হবে কখন? যা জানাল পুরসভা

Last Updated:

KMC: দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী রোডে বারবার পানীয় জলের পাইপ লাইন ফেটে বিপত্তি হচ্ছে। ১৪০০ মিলিমিটারের সেই বৃহৎ পাইপলাইনে এবার মেরামতির কাজ করবে কলকাতা পুরসভা। গার্ডেনরিচ জল সরবরাহ কেন্দ্র এবং বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশনেও হবে সংস্কারের কাজ। এই কাজের জেরে শনিবার দুপুর, বিকাল ও রাতে বন্ধ থাকবে জল সরবরাহ।

কলকাতা পুরসভা
কলকাতা পুরসভা
কলকাতা: পাইপলাইন মেরামতি ও বুস্টার পাম্পিং স্টেশনে সংস্কারের কাজের  জন্য দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে শনিবার৷ কালীঘাট থেকে টালিগঞ্জ, যাদবপুর থেকে বেহালার বাসিন্দারা ভুক্তভোগী হতে পারেন।
দক্ষিণ কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী রোডে বারবার পানীয় জলের পাইপ লাইন ফেটে বিপত্তি হচ্ছে। ১৪০০ মিলিমিটারের সেই বৃহৎ পাইপলাইনে এবার মেরামতির কাজ করবে কলকাতা পুরসভা। গার্ডেনরিচ জল সরবরাহ কেন্দ্র এবং বিভিন্ন বুস্টার পাম্পিং স্টেশনেও হবে সংস্কারের কাজ। এই কাজের জেরে শনিবার দুপুর, বিকাল ও রাতে বন্ধ থাকবে জল সরবরাহ।
advertisement
advertisement
আরও পড়ুন: ট্রেলার মুক্তি পেতেই ১ মিলিয়ন ভিউ! বনবাস ছেড়ে পাঠানের ধমাকা! বিতর্কের মাঝে বাদশার অ্যাকশন
কলকাতা পুরসভার পানীয় জল ও সরবরাহ বিভাগ সূত্রে জানা গিয়েছে, পরিষেবা চালু হবে ২২ জানুয়ারি সকাল থেকে। শনিবার সকালের পর থেকে পানীয় জলের এই সমস্যা চলবে ৬টি বরোতে। কোথাও আংশিক কোথাও বা পুরোপুরি বড়োর সমস্ত এলাকাতে। কলকাতা পুরসভার আট ও দশ নম্বর  বরো এলাকার সমস্ত এলাকাতেই এই জলপরিষেবা বন্ধ থাকবে। এছাড়াও আংশিকভাবে ৯, ১১, ১২ ও ১৫ নম্বর বোরোতে জল সরবরাহে সমস্যা হতে পারে। চেতলা, কালীঘাট, হরিশপার্ক, রানিকুঠি, লয়েলকা, গল্ফগ্রীন, গড়ফা, গান্ধি ময়দান, মিস্টার পাম্পিং স্টেশন এলাকা সহ বেশ কিছু অঞ্চলে জল বন্ধ থাকতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
KMC: কলকাতার 'এইসব' জায়গায় শনিবার বন্ধ পানীয় জল পরিষেবা, স্বাভাবিক হবে কখন? যা জানাল পুরসভা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement