Drinking Water Crisis: গোটা দিন বন্ধ পানীয় জল সরবরাহ, ভোগান্তির আশঙ্কা কলকাতার ১৮ ওয়ার্ডে! কবে?
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Written by:BISWAJIT SAHA
Last Updated:
Drinking Water Crisis: ওই দিন সকাল ১০টা পর্যন্ত মিলবে পানীয় জল পরিষেবা। তারপর থেকে বন্ধ করে দেওয়া হবে।
কলকাতা: পানীয় জল সরবরাহে আশঙ্কার খবর। ২ ডিসেম্বর শনিবার বন্ধ জল সরবরাহ। ভোগান্তির আশঙ্কা কলকাতার একাংশে। রুটিন মেরামতির কারণেই জল সরবরাহ বন্ধ থাকার খবর।
আগামী ২ ডিসেম্বর ধাপা জয় হিন্দ প্রকল্প থেকে পরিশুদ্ধ পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে। কিছু ভালভের সংস্কার এবং রুটিন মেরামতির কাজের জন্য এই সিদ্ধান্ত। ওই দিন সকাল ১০টা পর্যন্ত মিলবে পানীয় জল পরিষেবা। তারপর থেকে বন্ধ করে দেওয়া হবে। আবার ৩ ডিসেম্বর সকাল থেকে স্বাভাবিক নিয়মে মিলবে পানীয় জল।
আরও পড়ুন: ডাই-ইন-হারনেসে চাকরির নিয়মে বড় বদল রাজ্য সরকারের, না জানলে ক্ষতি আপনার
এর জেরে শহরের ১৮টি ওয়ার্ড পানীয় জল পরিষেবা থেকে বঞ্চিত থাকবে। পূর্ব এবং দক্ষিণ পূর্ব কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে ২ ডিসেম্বর বন্ধ থাকবে পানীয় জল সরবরাহ।
advertisement
advertisement
কোথায় কোথায় সমস্যা? পিকনিক গার্ডেন, আনন্দপুর, মুকুন্দপুর, পাঁটুলি, গড়িয়া, হাটগাছিয়া মেট্রোপলিটন, তপসিয়া, চায়না টাউন, আরুপোতা দুর্গাপুর, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয়নগর, পঞ্চান্ন গ্রাম, সার্ভে পার্ক এবং বরো ৭, ১০, ১১ ও ১২-এর আংশিক অঞ্চলের জল পরিষেবা বিঘ্নিত হবে।
advertisement
বিশ্বজিৎ সাহা
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 30, 2023 2:27 PM IST