অতীতের আঁকার শিক্ষক আজ ভিক্ষুক, রং তুলির বদলে হাতে ভিক্ষাবৃত্তির খুচরো পয়সা

Last Updated:

Drawing teacher turned into beggar: এক সময় বাগনানে বাড়ির কাছে বেশ কয়েকটি শিশুকে আঁকা শেখাতেন।তাতে মাসে সবমিলিয়ে দেড় থেকে দু হাজার টাকা হত

শারীরিক প্রতিবন্ধকতাকে বাধা হয়ে উঠতে দেননি
শারীরিক প্রতিবন্ধকতাকে বাধা হয়ে উঠতে দেননি
কলকাতা : জীবনটাকে তিনি কোনও সংগ্রাম বলেই মনে করেন না। তাঁর কাছে সব কিছু স্বাভাবিক। বলেন, ভগবান সবার জন্য সবকিছু দেন না।এই কথা বলছিলেন শারীরিক প্রতিবন্ধী জয়ন্ত জানা। যদি কলকাতা প্রেসক্লাবের পেছন দিয়ে হেঁটে নিউমার্কেটের দিকে যান, জয়ন্তকে দেখতে পাবেন  রাস্তার ধারে বসে ভিক্ষে করতে।
এক সময় বাগনানে বাড়ির কাছে বেশ কয়েকটি শিশুকে আঁকা শেখাতেন।তাতে মাসে সবমিলিয়ে দেড় থেকে দু হাজার টাকা হত। তবে কোনওভাবেই সংসার চলত না। জয়ন্ত নিজেকে স্বনির্ভর করবার জন্য বরাবরই উদ্যোগী ছিলেন। তবে বিভিন্ন ভাবে চেষ্টা করেও কোন লাভ হয়নি তার।  শারীরিক প্রতিবন্ধকতাকে বাধা হয়ে উঠতে দেননি। প্রতিদিন বাসের পাদানিতে উঠতে গেলে, দুটি হাতে ভর করে ওঠেন! কিন্তু সেখানেও সাবলীলতার অভাব নেই।
advertisement
আরও পড়ুন :  বিয়ের আগেই জন্ম প্রথম দুই ছেলের, বাল্যসখী থেকে স্ত্রী হওয়া আন্তোনেলা জীবনের সব লড়াইয়ে পাশে থেকেছেন মেসির
জয়ন্ত বলেন, কারওর সাহায্য ছাড়াই সব কিছু করতে পারবেন। তিনি আগে মেলায় ছোটখাটো দোকান দিতেন। সেখানেও তেমন টাকা রোজগার হত না।  ওঁর বড় স্বপ্ন, নিজে রোজগার করে অনেক বড়লোক হবেন এবং নিজের স্বপ্নের মতো করে বাঁচবেন।সরকারের থেকে কোনও সাহায্য পান কি? জিজ্ঞাসা করতেই ওর উত্তর, " মাসে হাজার টাকা করে পাই। ওতে কী হবে? "
advertisement
advertisement
কোনও উপায়ন্তর না দেখে ভিক্ষেবৃত্তিকেই বেছে নিতে বাধ্য হয়েছেন অতীতের এই আঁকার শিক্ষক।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
অতীতের আঁকার শিক্ষক আজ ভিক্ষুক, রং তুলির বদলে হাতে ভিক্ষাবৃত্তির খুচরো পয়সা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement