Bangaon Local Derailed at Dumdum: ভাঙল রেলের ট্র্যাক, দমদমে লাইনচ্যুত ডাউন বনগাঁ লোকাল, এই মুহূর্তে ট্রেন চলছে কোন কোন লাইনে?
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Anup Chakraborty
Last Updated:
Bangaon Local Derailed at Dumdum: দমদম স্টেশনে বেলাইন ডাউন বনগাঁ লোকাল। দুপুর ১২ঃ১০ মিনিটে শিয়ালদহগামী ১২ বগির 33830 ডাউন বনগাঁ লোকাল লাইনচ্যুত হয়। সূত্রের খবর, চারটে চাকা লাইনচ্যুত হয়েছে।
দমদমঃ দমদম স্টেশনে আচমকা বেলাইন ডাউন বনগাঁ লোকাল। বুধবার দুপুর ১২ঃ১০ মিনিটে শিয়ালদহগামী ১২ বগির 33830 ডাউন বনগাঁ লোকাল লাইনচ্যুত হয়। সূত্রের খবর, ট্রেনের চারটে চাকা লাইনচ্যুত হয়। দমদমের চার নম্বর প্ল্যাটফর্মে ঘটনাটি ঘটে। এই মুহূর্তে ১,৩,৫ নম্বর লাইন দিয়ে ট্রেন চলছে। এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।
রেল সূত্রে জানা গিয়েছে, লোকাল ট্রেনের পিছনের দিকের কামরার দু’টি চাকা লাইন থেকে নেমে যায়। ট্রেনটি বনগাঁ ছেড়েছিল সকাল ১০টা ২৮ মিনিটে। ঘটনাটি ঘটে বেলা বারো’টা নাগাদ। ঘটনার পরেই ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। পরিষেবা স্বাভাবিক করতে কাজ চলছে।
আরও পড়ুনঃ পূর্ণমের পুনর্জন্ম! পাকিস্তানের আত্মসমর্পণ, ভারতে ফিরলেন হগলির জওয়ান, কেমন আছেন তিনি?
রেল সূত্রে জানা গিয়েছে, সাড়ে ১২টা থেকে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দমদম ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে পড়ে ডাউন হাসনাবাদ লোকাল। ডাউন গোবরডাঙা লোকাল বিরাটি এবং পরের বনগাঁ লোকাল মধ্যমগ্রামে দাঁড়িয়ে ছিল বেশ কিছুক্ষণ। প্রায় দেড়ঘণ্টা পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 14, 2025 1:19 PM IST